ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

বিশ্বনাথের আলোচিত ওসি শামীম মুসা বদলি! নতুন ওসি আতাউর

বিশ্বনাথ সংবাদদাতা- সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শামীম মূসাকে বদলি করা হয়েছে। গতকাল রবিবার (৯ মে) দুপুরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র কার্যালয় থেকে তার বদলির আদেশ বার্তা বিশ্বনাথ থানায় পাঠানো হয়। শামীম মূসাকে সিলেট রেঞ্জে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, তার স্থলে বিশ্বনাথ থানার নতুন পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন বালাগঞ্জ থানা পুলিশ পরিদর্শক গাজী আতাউর রহমান।
সম্প্রতি উপজেলার চাউলধনী হাওর এলাকার ‘জলদস্যু’খ্যাত সাইফুল আলমের গুলিতে স্কলছাত্র সুমেল নিহত হওয়ার ঘটনায় ওসি শামীম মূসাকে নিয়ে বির্তক দেখা দেয়। অভিযোগ ওঠে, অভিযুক্ত সাইফুল আলমের সাথে তার সখ্যতার। এই সখ্যতার কারণেই বেপরোয়া হয়ে সংঘর্ষকালে সাইফুল স্কুলছাত্র সুমেলকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ করেছে ‘চাউলধনী হাওর রক্ষা কমিটি’ ও নিহত স্কুল ছাত্রের পরিবার। এ বিষয়টি নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলছে, ঠিক সে সময়ই বদলি করা হলো বিশ্বনাথ থানার ওসি শামীম মূসাকে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের বিদায়ী পুলিশ পরিদর্শক (ওসি) শামীম মূসা ‘এটি স্বাভাবিক বদলি প্রক্রিয়া’ উল্লেখ করে সাংবাদিকদের বলেন, সাইফুলের সাথে সখ্যতার প্রশ্নই ওঠেনা। তার বিপক্ষে এলাকার কৃষি ও কৃষকের বৃহৎ স্বার্থে হাওরের লিজ বাতিল ও মাটি খনন বন্ধের আবেদনও করেছি আমি। হাওর নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে একাধিকবার চেষ্ঠা করেছি। কিন্তু ‘হাওর রক্ষা আন্দোলন কমিটি’র কতিপয় স্বার্থান্বেষী মহল এটিকে নিজেদের স্বার্থে জিইয়ে রেখেছে।

ট্যাগস

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

বিশ্বনাথের আলোচিত ওসি শামীম মুসা বদলি! নতুন ওসি আতাউর

আপডেট সময় ১১:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১

বিশ্বনাথ সংবাদদাতা- সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শামীম মূসাকে বদলি করা হয়েছে। গতকাল রবিবার (৯ মে) দুপুরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র কার্যালয় থেকে তার বদলির আদেশ বার্তা বিশ্বনাথ থানায় পাঠানো হয়। শামীম মূসাকে সিলেট রেঞ্জে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, তার স্থলে বিশ্বনাথ থানার নতুন পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন বালাগঞ্জ থানা পুলিশ পরিদর্শক গাজী আতাউর রহমান।
সম্প্রতি উপজেলার চাউলধনী হাওর এলাকার ‘জলদস্যু’খ্যাত সাইফুল আলমের গুলিতে স্কলছাত্র সুমেল নিহত হওয়ার ঘটনায় ওসি শামীম মূসাকে নিয়ে বির্তক দেখা দেয়। অভিযোগ ওঠে, অভিযুক্ত সাইফুল আলমের সাথে তার সখ্যতার। এই সখ্যতার কারণেই বেপরোয়া হয়ে সংঘর্ষকালে সাইফুল স্কুলছাত্র সুমেলকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ করেছে ‘চাউলধনী হাওর রক্ষা কমিটি’ ও নিহত স্কুল ছাত্রের পরিবার। এ বিষয়টি নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলছে, ঠিক সে সময়ই বদলি করা হলো বিশ্বনাথ থানার ওসি শামীম মূসাকে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের বিদায়ী পুলিশ পরিদর্শক (ওসি) শামীম মূসা ‘এটি স্বাভাবিক বদলি প্রক্রিয়া’ উল্লেখ করে সাংবাদিকদের বলেন, সাইফুলের সাথে সখ্যতার প্রশ্নই ওঠেনা। তার বিপক্ষে এলাকার কৃষি ও কৃষকের বৃহৎ স্বার্থে হাওরের লিজ বাতিল ও মাটি খনন বন্ধের আবেদনও করেছি আমি। হাওর নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে একাধিকবার চেষ্ঠা করেছি। কিন্তু ‘হাওর রক্ষা আন্দোলন কমিটি’র কতিপয় স্বার্থান্বেষী মহল এটিকে নিজেদের স্বার্থে জিইয়ে রেখেছে।