গোটা বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গত বছরের মতো এবারও বিদেশিদের হজ পালনে নিষেধাজ্ঞার কথা চিন্তা ভাবনা করছে সৌদিআরব সরকার।
বুধবার সৌদি আরবের দুটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। রয়টার্স এর খবরে বলা হয়- সিদ্ধান্ত গৃহীত হলে বিদেশ থেকে কেউ পবিত্র হজ পালনে মক্কায় যেতে পারবেন না। তবে সৌদি নাগরিকদের মধ্যে যারা টিকা নিয়েছেন এবং মাসখানেক আগে সুস্থ হয়েছেন, তারা অংশ নিতে পারবেন। অর্থাৎ সীমিতভাবে হজ পালনের আয়োজন করা হতে পারে। হজ পালনে সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধারিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। সূত্রের বরাতে বলা হয়েছে, বিদেশিদের হজ পালনে নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা হয়েছে তবে এটি চূড়ান্ত হয়নি। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংবাদ শিরোনাম ::
গতবছরের মতো এবারও বিদেশীদের জন্য হজ্জ পালনে নিষেধাজ্ঞার কথা ভাবছে সৌদি সরকার
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৫:৪৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- ৭৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ