মার্কিন যুক্তরাষ্ট্রে যারা দুই ডোজ করোনার টিকা নিয়েছেন এখন থেকে সীমিত পরিসরে জনসমক্ষে তাদের মাস্ক পরতে হবে না বলে ঘোষনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার হোয়াইট হাউসে দেয়া ভাষণে তিনি এটি উল্লেখ করেন। এর আগে করোনা মহামারিতে নতুন নির্দেশনা জারি করে দেশটির রোগ সংক্রমণ কেন্দ্র।
করোনায় এ নতুন নির্দেশনা বাইডেনের ১০০ দিনের কর্মকাণ্ডের সাফল্য হিসেবেই দেখছেন প্রবাসী বাংলাদেশিসহ মার্কিন জনগণ।
করোনা মহামারিতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। তবে ৩৩ কোটির দেশটিতে ইতোমধ্যে বিশ কোটিরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েনমেন্টও লাগছে না।
এবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, টিকা যারা নিয়েছেন বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি যদি টিকা দিয়ে থাকেন তবে আপনি বাইরে এবং বাড়ির বাইরেও আরও সুরক্ষিতভাবে আরও অনেক কিছু করতে পারবেন।
তবে প্রেসিডেন্ট এটাও বলেছেন, বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। জো বাইডেন আরো বলেন, আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন, স্টেডিয়ামের মতো বা কোনও সম্মেলনে বা কনসার্টে থাকেন তবে আপনার বাইরে থাকা সত্ত্বেও একটি মুখোশ (মাস্ক) পরা প্রয়োজন।
সংবাদ শিরোনাম ::
মার্কিন যুক্তরাষ্ট্রে যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের মাস্ক পরতে হবে না-জো বাইডেন
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০১:২৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- ৭৮৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ