বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা সদ্য বিলুপ্ত দলের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা মামলায় চার দিন ও মতিঝিল থানার মামলায় তিনদিনসহ মোট সাতদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ এপ্রিল) সকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মামুনল হকের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। এর আগে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমের ঘটনায় পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা পরিদর্শক কামরুল ইসলাম আসামি মামুনুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন। এর আগে ১৯ এপ্রিল মামুনুলকে আদালতে তোলা হয়। আগেই তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের এই কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে বেশকিছু তথ্য পাওয়া গিয়েছে এই নেতার বিরুদ্ধে।
সংবাদ শিরোনাম ::
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৪:৪৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- ৭৯৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ