দেশে মহামারী করোনার সংক্রমণের হার এখনও নিয়ন্ত্রণের বাহিরে। মৃত্যুর হারও রেকর্ড অতিক্রম করছে প্রতিদিন। এ অবস্থায় চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের কাছে বলে জানা গেছে।
জানা গেছে, আগামী ১৯ এপ্রিল সোমবার এ সংক্রান্ত একটি শীর্ষ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। সেই সভার মতামত নিয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ২২ এপ্রিল থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চলতে পারে। চলমান ৮ দিনের লকডাউনের মেয়াদ শেষ হবে ২১ এপ্রিল রাত ১২ টায়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, করোনার এমন পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ আরও কিছুদিন বাড়ানোর চিন্তাভাবনা চলছে। কারণ সংক্রমণের হার তো কমছে না। বাড়ছে মৃত্যুর হারও। মাঝপথে সবকিছু খুলে দিলে সরকারের সব উদ্যোগ ভেস্তে যাবে। চরম হুমকিতে পড়বে মানুষের স্বাস্থ্য নিরাপত্তা।
সংবাদ শিরোনাম ::
দেশে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব! করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৫:০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- ৭৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ