ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

বিশ্বনাথে বাল্যবিবাহ ভেঙে দিলো উপজেলা প্রশাসন

আহমদ আলী হিরণ, বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথে বরযাত্রী নিয়ে আনন্দ উৎসবের মাধ্যমে জমকালো আয়োজনে কনের বাড়িতে হাজির হলেন বরের পক্ষ। স্বপ্ন ছিল ঘর বাঁধার। কনের বাড়ির লোকজন খুবই সাজিয়ে গুছিয়ে চেয়ার টেবিল দিয়ে বাড়ির উঠানে বাঁধা হয় বিয়ের আসর। মোরগের রোস্ট আর গরুর গোসত ও দই’সহ নানা ধরনের খাবার।

হঠাৎ করে সেই স্বপ্ন ভেঙ্গে দিল উপজেলা প্রশাসন। বরের বাড়ি উসমানীনগর উপজেলার রাইদাড়া গ্রামে।শুক্রবার বিশ্বনাথ উপজেলার দক্ষিণ মীরেরচর গ্রামে চমক আলী তার ১৬ বছর বয়সী কিশোরী মেয়ের বিয়ের আয়োজন করা হয়। বর আসার আগেই কনের বাড়িতে চলে যান সুনামধন্য অনেক ব্যক্তিবর্গসহ বেশ কিছু বরযাত্রীরা। বরের জন্য সাজানো হয় দৃষ্টিনন্দন একটি স্টেজ।
কিন্তু হঠাৎ করে পুলিশ সাথে নিয়ে ওই বিয়ে বাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান। মেয়ের বয়স ১৬বছর হওয়ায় পিতার কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়।এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান বলেন, মেয়ের বয়স ১৬বছর হওয়ায় এ বিয়ে ভেঙ্গে দেয়া হয়। উপস্থিত সকলকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করে মুচলেকা নিয়ে এ বিয়ে ভংঙ্গ করা হয়।

ট্যাগস

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

বিশ্বনাথে বাল্যবিবাহ ভেঙে দিলো উপজেলা প্রশাসন

আপডেট সময় ০১:০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১

আহমদ আলী হিরণ, বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথে বরযাত্রী নিয়ে আনন্দ উৎসবের মাধ্যমে জমকালো আয়োজনে কনের বাড়িতে হাজির হলেন বরের পক্ষ। স্বপ্ন ছিল ঘর বাঁধার। কনের বাড়ির লোকজন খুবই সাজিয়ে গুছিয়ে চেয়ার টেবিল দিয়ে বাড়ির উঠানে বাঁধা হয় বিয়ের আসর। মোরগের রোস্ট আর গরুর গোসত ও দই’সহ নানা ধরনের খাবার।

হঠাৎ করে সেই স্বপ্ন ভেঙ্গে দিল উপজেলা প্রশাসন। বরের বাড়ি উসমানীনগর উপজেলার রাইদাড়া গ্রামে।শুক্রবার বিশ্বনাথ উপজেলার দক্ষিণ মীরেরচর গ্রামে চমক আলী তার ১৬ বছর বয়সী কিশোরী মেয়ের বিয়ের আয়োজন করা হয়। বর আসার আগেই কনের বাড়িতে চলে যান সুনামধন্য অনেক ব্যক্তিবর্গসহ বেশ কিছু বরযাত্রীরা। বরের জন্য সাজানো হয় দৃষ্টিনন্দন একটি স্টেজ।
কিন্তু হঠাৎ করে পুলিশ সাথে নিয়ে ওই বিয়ে বাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান। মেয়ের বয়স ১৬বছর হওয়ায় পিতার কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়।এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান বলেন, মেয়ের বয়স ১৬বছর হওয়ায় এ বিয়ে ভেঙ্গে দেয়া হয়। উপস্থিত সকলকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করে মুচলেকা নিয়ে এ বিয়ে ভংঙ্গ করা হয়।