মিশরের মুসলিম ব্রাদারহুডের নেতা মাহামুূদ ইজ্জত(৭৬) কে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
সরকারি সংবাদপত্র আল-আরহাম জানিয়েছে, ইজ্জতের বিরুদ্ধে অভিযোগ হল তিনি মিশরের সাবেক প্রেসিডেন্ট মোরসিকে সেনাবাহিনী সরিয়ে দেয়ার পর জনগণকে সহিংস হওয়ার জন্য উসকানি দিয়েছিলেন।
এছাড়া তিনি ব্রাদারহুড সদস্য ও বিরোধীদের মধ্যে সংঘাতের সময় তার সংগঠনের সদস্যদের হাতে অস্ত্র তুলে নিতে বলেছিলেন। ২০১৫ সালে সাবেক প্রসিকিউটর জেনারেলের হত্যার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল।
সাবেক প্রসিকিউটর জেনারেল ছিলেন মুসলিম ব্রাদারহুড আন্দোলনের বিরোধী।
তিনি দেশ থেকে পালিয়েছেন বলে ধারণা করা হলেও গত বছর আগস্টে পুলিশ কায়রো থেকে তাকে গ্রেপ্তার করে। তার বাসভবন থেকে এনক্রিপ্টেড মেসেজ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছিল। সেই সব বার্তা তিনি দেশ ও বিদেশের ব্রাদারহুডের সদস্যদের পাঠিয়েছিলেন।
এর আগে ২০১৫ সালে তার অনুপস্থিতিতে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। তাকে গ্রেপ্তারের পর আবার বিচার শুরু হয়।
সংবাদ শিরোনাম ::
মিসরের মুসলিম ব্রাদারহুড নেতা মাহমুদ ইজ্জতের যাবজ্জীবন কারাদণ্ড
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০২:২৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- ৭০৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ