বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতাঃ লকডাউনের প্রথম দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাস্ক না পরে বের হওয়ায় ৭ জনকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। সোমবার বেলা ২টার বিশ্বনাথ নতুনবাজার ও পুরাতনবাজারে এ অভিযান শুরু হয়। এ সময় মাস্ক ছাড়া ঘোরাফেরা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে জরিমানা করেন। ৭টি মামলায় ওই ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। সেই সাথে সরকারি নির্দেশনা পালনে ব্যবসায়ী ও পথচারীদের সর্তক করেন ভ্রাম্যমাণ আদালত। মো. কামরুজ্জামান বলেন, করোনা প্রতিরোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।