ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে সম্প্রতি করোনা ভাইরাসের ভয়াবহতা এড়াতে সরকারের বিভিন্ন ধরনের পরিকল্পনার অংশ হিসেবে সোমবার থেকে কর্যকর করা হচ্ছে শুধুমাত্র ইউরোপ থেকে আসা যাত্রীদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং এটি হবে বাধ্যতামূলক। আজ সোমবার (২৯ মার্চ) রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। এছাড়াও যাত্রীদের নিজ খরচে হোটেলে থাকতে হবে বলে জানান তিনি। তিনি আরো জানিয়েছেন ইউরোপ ছাড়া অন্য যে-কোনো দেশ থেকে নিয়ে আসা করোনা নেগেটিভ সনদে যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে প্রশাসনের মাধ্যমে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। তিনি জানান বিদেশ থেকে আসা সকল যাত্রীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সম্ভব হবে না পর্যাপ্ত সংখ্যক হোটেল না থাকার কারনে তবে শুধুমাত্র ইউরোপ থেকে আসা যাত্রীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের ব্যবস্থা করা হবে।
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে করোনা প্রতিরোধে ইউরোপ ফেরত যাত্রীদের জন্য আবারও ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৩:৩১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- ৭১২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ