ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

আগামীকাল বাংলাদেশের আকাশে দেখা যাবে ‘সুপারমুন’

আগামীকাল রোববার মধ্যরাতে বাংলাদেশের আকাশে দেখা যাবে স্বাভাবিকের চেয়ে বেশ বড় আকারের চাঁদ। পরিভাষায় যাকে বলে ‘সুপারমুন’। এটাই এ বছরের প্রথম ‘সুপারমুন’।
নাসার একটি বিবৃতিতে জানানো হয়েছে, রোববার রাত ১২টার দিকে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে এই চাঁদ। তার ফলে তা আমাদের চোখে হয়ে যাবে ‘সুপারমুন’। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।
নাসা জানিয়েছে, শনিবার (২৭ মার্চ) গভীর রাত থেকে মঙ্গলবার (৩০ মার্চ) পর্যন্ত টানা তিন দিন ধরে রাতের আকাশে বেশ বড় আকারের চাঁদ দেখা যাবে। এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেওয়া হয় ১৯৭৯ সালে।
নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, এ বছরে মার্চ থেকে জুনের মধ্যে চারটি ‘সুপারমুন’ হবে। কেউ কেউ বলছেন তিনটি ‘সুপারমুন’ হবে এপ্রিল ও মে এ দু’মাসের মধ্যে। আবার কেউ বলছেন, আক্ষরিক অর্থেই যাকে ‘সুপারমুন’ বলা হয় এপ্রিল ও মে মাসে তা হবে দুটি।
নাসার বিবৃতিতে বলা হয়েছে, ‘এপ্রিলে পূর্ণিমার দিন (২৬ এপ্রিল) থেকে পৃথিবীর বেশি কাছাকাছি চাঁদ আসবে মে মাসের পূর্ণিমার দিন (২৬ মে)। যদিও সেক্ষেত্রে এপ্রিলের পূর্ণিমার চাঁদের চেয়ে মে মাসের পূর্ণিমার চাঁদ আকারে মাত্র ০ দশমিক ৪ শতাংশ বড় হবে।’
মার্চের এই ‘সুপারমুন’ কে ‘ওয়ার্ম মুন’ও বলা হয়। দক্ষিণ আমেরিকার কয়েকটি উপজাতি সম্প্রদায়ের মানুষ এই সময়ের ‘সুপারমুন’ এর নাম দিয়েছিলেন ‘ওয়ার্ম মুন’।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

আগামীকাল বাংলাদেশের আকাশে দেখা যাবে ‘সুপারমুন’

আপডেট সময় ০৪:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১

আগামীকাল রোববার মধ্যরাতে বাংলাদেশের আকাশে দেখা যাবে স্বাভাবিকের চেয়ে বেশ বড় আকারের চাঁদ। পরিভাষায় যাকে বলে ‘সুপারমুন’। এটাই এ বছরের প্রথম ‘সুপারমুন’।
নাসার একটি বিবৃতিতে জানানো হয়েছে, রোববার রাত ১২টার দিকে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে এই চাঁদ। তার ফলে তা আমাদের চোখে হয়ে যাবে ‘সুপারমুন’। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।
নাসা জানিয়েছে, শনিবার (২৭ মার্চ) গভীর রাত থেকে মঙ্গলবার (৩০ মার্চ) পর্যন্ত টানা তিন দিন ধরে রাতের আকাশে বেশ বড় আকারের চাঁদ দেখা যাবে। এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেওয়া হয় ১৯৭৯ সালে।
নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, এ বছরে মার্চ থেকে জুনের মধ্যে চারটি ‘সুপারমুন’ হবে। কেউ কেউ বলছেন তিনটি ‘সুপারমুন’ হবে এপ্রিল ও মে এ দু’মাসের মধ্যে। আবার কেউ বলছেন, আক্ষরিক অর্থেই যাকে ‘সুপারমুন’ বলা হয় এপ্রিল ও মে মাসে তা হবে দুটি।
নাসার বিবৃতিতে বলা হয়েছে, ‘এপ্রিলে পূর্ণিমার দিন (২৬ এপ্রিল) থেকে পৃথিবীর বেশি কাছাকাছি চাঁদ আসবে মে মাসের পূর্ণিমার দিন (২৬ মে)। যদিও সেক্ষেত্রে এপ্রিলের পূর্ণিমার চাঁদের চেয়ে মে মাসের পূর্ণিমার চাঁদ আকারে মাত্র ০ দশমিক ৪ শতাংশ বড় হবে।’
মার্চের এই ‘সুপারমুন’ কে ‘ওয়ার্ম মুন’ও বলা হয়। দক্ষিণ আমেরিকার কয়েকটি উপজাতি সম্প্রদায়ের মানুষ এই সময়ের ‘সুপারমুন’ এর নাম দিয়েছিলেন ‘ওয়ার্ম মুন’।