লক্ষ্মীপুর সংবাদদাতাঃ পুকুরে বিষ ঢেলে দিয়ে তিন লাখ টাকার মাছ মেরে ফেলার জঘন্যতম ঘটনা ঘটে লক্ষীপুরের তেয়ারীগঞ্জের শহর কসবা গ্রামের বারাই বাড়ীর ৬ ভাইয়ের পুকুরে।
আবুল কালাম, মোহাম্মদ খোকন, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ হাফিজ উল্লাহ ও মফিজ উল্লাহ’র সাথে একেবাড়ীর মৃত মনতাজুর রহমানের ছেলে আবুল খায়েরের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা বিষয়ক পূর্বশত্রুতা চলে আসছিল। বুধবার সন্ধ্যার পূর্বে হঠাৎ আবুল খায়ের তাদের পুকুরে বিষ ঢেলে দেয়ার সময় খোকনের স্ত্রী কাজল রেখা দেখে ফেলে চিৎকার দেয়। এসময় হাসান দৌড়ে এসে ঘটনাটি দেখতে পায়।
৪০ শতাংশের পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, গ্রাসকার্প, সরপুঁটি, কার্পু ও বিগহেডসহ তিন লাখ টাকার মাছ নিধন করে। পচা মাছের দুর্গন্ধে এলাকায় বসবাস করা দুষ্কর হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্থ হাসান বলেন- ‘ধর্মপুর বড় বাড়ির বাহার উদ্দিনের ছেলে মিশু আমার কাছে চাঁদা দাবি করে বাড়ি করার সময়। চাঁদা না দেয়ায় আমার বাড়ির কাজ করতে বাধা দেয়। এলাকায় এ নিয়ে বহু সালিশ বৈঠক হয়। সে আবুল খায়েরের মেয়ে সুরমার স্বামী ও ট্রাক্টর চালক।
এই নিয়ে আবুল খায়েরের বক্তব্য নেয়ার বহু চেষ্টা করেও সম্ভব হয়নি এমনকি তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী হাসান জানিয়েছেন।