শিশুদের খেলা করা সময় ভূল বসত লোহার তৈরি শস্য গোলায় আটকা পড়ে দমবদ্ধ হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার ভারতের রাজস্থান রাজ্যের বিকানের জেলার হিম্মতসর গ্রামে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে বলে এএনআই জানিয়েছে।
এলাকার সার্কেল অফিসার (সিও) পবন ভাদুরিয়া বলেন, খেলার সময় শিশুরা ওই বাড়িতে রাখা লোহার তৈরি একটি শস্য গোলায় ঢুকে মুখ বন্ধ করে দেয়, তারপর তারা আর বের হতে পারেনি। যখন এ ঘটনা ঘটে তখন ওই বাড়িতে কেউ ছিল না, তাই সময়মতো তাদের উদ্ধারও করতে পারেনি।
পুলিশ জানায়, ভীয়ারাম ও তার স্ত্রী কাজ শেষে দুপুরে মাঠ থেকে ফিরে আসে। শিশুদের মা সন্তানদের খোঁজ শুরু করে পাচ্ছিলেন না। এরপর প্রায় ৪টার দিকে গোলার মুখ খুলে ভেতরে নিজের চার সন্তান ও ভাতিজিকে দেখতে পান তিনি।
এর পরপরই সেবারাম (৪), রাধা (৫), রাভিনা (৭), পুনম (৮) ও মালিকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে বিকানের জেলার পুলিশ সুপার প্রীতি চন্দ্রা জানান।
সংবাদ শিরোনাম ::
লোহার তৈরি শস্য গুলায় আটকা পড়ে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০২:৪৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- ৭০৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ