ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে মাতৃভাষা দিবস উপলক্ষে নর্থ বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে কর্তৃক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব

মাটি খুঁড়লেই মিলছে সোনা! কঙ্গোয় পাওয়া গেছে স্বর্ণের পাহাড়!

সোনার পাহাড়’-এর খোঁজ পাওয়া গেছে কঙ্গোয়। সেখানে মাটি খুঁড়লেই মিলছে সোনা, তাই ওই পাহাড় খুঁড়ে সোনা বের করায় মেতেছে ৮ থেকে ৮০’র কঙ্গোবাসী! জানা গেছে, কঙ্গোর ওই পাহাড়ের মধ্যেই নাকি রয়েছে সোনার উপাদান। পাহাড়ের পাথুরে মাটিতে নাকি প্রায় ৬০ থেকে ৯০ শতাংশই আকরিকই স্বর্ণ। এমনটাই দাবি উঠেছে কঙ্গোর ওই আলোচিত পাহাড় ঘিরে।

দেশটির দক্ষিণ কিভু প্রদেশে রয়েছে পাহাড়টি। লুহিহি এলাকায় এই পাহাড়ের কথা জানা যায় গেল ফেব্রুয়ারির শেষ দিকে। সোনা পাওয়া যাচ্ছে শুনে সেখানে ছুটে যাচ্ছেন হাজার হাজার মানুষ। দলেবলে পাহাড় খুঁড়ে সোনা খুঁজতে লেগে পড়েছেন সবাই।

সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখাগেছে, ওই পাহাড় ঘিরে মানুষের প্রচুর ভিড়। যে যা পেয়েছেন তাই নিয়ে চলে এসেছেন লুহিহির ওই পাহাড়ের পাথুরে মাটি খুঁড়ে সোনা খুঁজে বের করতে। কেউ কেউ খালি হাতেই পাহাড়ের মাটি সংগ্রহ করছেন। ভিডিওতে আরও দেখা যায়, ওই পাহাড়ের পাথুরে মাটি থেকে সোনার উপাদান আলাদা করতে একটি পাত্রের পানিতে তা ধুয়ে নিচ্ছেন গ্রামবাসীরা। এভাবেই হাতের মুঠোয় উঠে আসছে স্বর্ণ!

এদিকে, অবস্থা বেগতিক দেখে গত সোমবার থেকে ওই এলাকায় খননকাজ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। দক্ষিণ কিভুর খনিমন্ত্রী বেনান্ত বুরুমে মুহিগিরওয়া বলেছেন, ওই প্রদেশের রাজধানী শহর বুকাবুতে প্রায় ৫০ কিলোমিটার দূরে যে গ্রামে ওই পাহাড়টি রয়েছে, তাতে তিলধারণেরও স্থান নেই। আগামী নির্দেশিকা পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

ট্যাগস

সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে

মাটি খুঁড়লেই মিলছে সোনা! কঙ্গোয় পাওয়া গেছে স্বর্ণের পাহাড়!

আপডেট সময় ১২:৪৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

সোনার পাহাড়’-এর খোঁজ পাওয়া গেছে কঙ্গোয়। সেখানে মাটি খুঁড়লেই মিলছে সোনা, তাই ওই পাহাড় খুঁড়ে সোনা বের করায় মেতেছে ৮ থেকে ৮০’র কঙ্গোবাসী! জানা গেছে, কঙ্গোর ওই পাহাড়ের মধ্যেই নাকি রয়েছে সোনার উপাদান। পাহাড়ের পাথুরে মাটিতে নাকি প্রায় ৬০ থেকে ৯০ শতাংশই আকরিকই স্বর্ণ। এমনটাই দাবি উঠেছে কঙ্গোর ওই আলোচিত পাহাড় ঘিরে।

দেশটির দক্ষিণ কিভু প্রদেশে রয়েছে পাহাড়টি। লুহিহি এলাকায় এই পাহাড়ের কথা জানা যায় গেল ফেব্রুয়ারির শেষ দিকে। সোনা পাওয়া যাচ্ছে শুনে সেখানে ছুটে যাচ্ছেন হাজার হাজার মানুষ। দলেবলে পাহাড় খুঁড়ে সোনা খুঁজতে লেগে পড়েছেন সবাই।

সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখাগেছে, ওই পাহাড় ঘিরে মানুষের প্রচুর ভিড়। যে যা পেয়েছেন তাই নিয়ে চলে এসেছেন লুহিহির ওই পাহাড়ের পাথুরে মাটি খুঁড়ে সোনা খুঁজে বের করতে। কেউ কেউ খালি হাতেই পাহাড়ের মাটি সংগ্রহ করছেন। ভিডিওতে আরও দেখা যায়, ওই পাহাড়ের পাথুরে মাটি থেকে সোনার উপাদান আলাদা করতে একটি পাত্রের পানিতে তা ধুয়ে নিচ্ছেন গ্রামবাসীরা। এভাবেই হাতের মুঠোয় উঠে আসছে স্বর্ণ!

এদিকে, অবস্থা বেগতিক দেখে গত সোমবার থেকে ওই এলাকায় খননকাজ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। দক্ষিণ কিভুর খনিমন্ত্রী বেনান্ত বুরুমে মুহিগিরওয়া বলেছেন, ওই প্রদেশের রাজধানী শহর বুকাবুতে প্রায় ৫০ কিলোমিটার দূরে যে গ্রামে ওই পাহাড়টি রয়েছে, তাতে তিলধারণেরও স্থান নেই। আগামী নির্দেশিকা পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।