বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ প্রবাসী অধ্যুষিত পুণ্যভূমির শহর সিলেট আর এই সিলেটের ঐতিহ্যবাহী বিমানবন্দর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটি প্রবাসীরা এই বিমানবন্দর নিয়ে গর্ব করেন আর সেই বিমানবন্দরে এসে এইসব প্রবাসীরা হন অপমানিত নির্যাতিত! কেউ প্রতিবাদ করেন আর কেউ নীরবে সহ্য করেন! জানা যায়, গত ২১/২/২০২১, তারিখে ভোর ৫টায় সিলেট থেকে ছেড়ে যাওয়া একজন প্রবাসী এই ফ্লাইটে পরিবার সহ লন্ডনের উদ্দেশ্য যাত্রা করেন, সিলেট বিমানবন্দরে কাস্টমস শেষে তাকে পড়তে হয় প্রতারক চক্রের হাতে, করোনাকে পুজি করে নেয় ২শত পাউন্ড তার পকেট থেকে লন্ডনের আইন অনুযায়ী সেখানেই ৫বছরের নিচের শিশুদের করোনা টেস্টের কোন প্রয়োজন হয়না কিন্তু বাঁধ সাধে তার বেলায় সে বলে এখানে করোনা টেস্ট করাতে হবে না হয় অনেক সমস্যা হবে ভদ্রলোক নিজের পরিবার পরিজনকে সেইভ করতে গিয়ে প্রতারক অফিসারের কাছে ২শত পাউন্ড ধরিয়ে দিতে বাধ্য, তার পরে ফ্লাইটে পাড়ি জমান, নিজ গন্তব্যের উদ্দেশে, তিনি জানান অত্যন্ত দুঃখের বিষয় যদি এমন করে চলে আমাদের দেশের হালচাল তবে কোথায় যাবে এই দেশ, আর দেশের মানুষ, ঢাকায় যাবার পরে ঢাকার এয়ারপোর্টের অফিসার বলে ৫ বছরের নিচের শিশুদের করোনা টেস্টের কোন প্রয়োজন নেই এটা অহেতুক মানুষকে হয়রানি করা এই কথা শুনার পর ওই প্রবাসী কিংকর্তব্যবিমূঢ় হয়ে বলেন অনতিবিলম্বে এ রকম অসৎ অফিসারদেরকে সিলেট থেকে তাড়িয়ে দিয়ে পুণ্যভূমি সিলেটের মান সম্মান বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ওই প্রবাসী।
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি ও চাঁদাবাজির এক অভয়ারণ্য যেন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৪:৪১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- ৭২৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ