আবারও মেয়াদ বাড়ানো হয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণে এমওইউ বা সমঝোতা স্মারকের। তবে শ্রমবাজার চালুর বিষয়ে রিক্রুটিং এজেন্সির সংখ্যা নিয়ে একমত হতে পারেনি দুই দেশ। ১৭ ফেব্রুয়ারি দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল বৈঠক শেষে এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শ্রমবাজার চালুর বিষয়ে মন্ত্রী জানান, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগপর্যন্ত মালয়েশিয়া শ্রমবাজার চালু হওয়া কঠিন হবে। করোনা পরস্থিতি স্বাভাবিক হলে শ্রমবাজার চালু হবে। এছাড়া আমাদের লক্ষ্য হলো কর্মীদের কম খরচে মালয়েশিয়ায় পাঠানো। তবে আমি চাই না রিক্রুটিং এজেন্সিগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হোক। কারণ এ খাতে তাদের অনেক বিনিয়োগ রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমেদ আরও জানান, ছুটিতে এসে দেশে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়া তাদের পর্যায়ক্রমে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে অনলাইনে দ্বিতীয় দিনের মতো এ বৈঠক শুরু হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদ মন্ত্রী সারাভানান।
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণের মেয়াদ বাড়ানো হয়েছে
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৩:৩৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- ৭৮০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ