ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বনাথে ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচি ১৯-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত

বিশ্বনাথ সংবাদদাতাঃ জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ব্যাপকহারে কুকুরের টিকাপ্রদান কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত বাস্তবায়িত হবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার প্রোগ্রাম সুপারভাইজার রাসেল আহমদ তার বক্তব্যে জানান, আগামী ১৯-২৩ ফেব্রুয়ারি টানা পাঁচদিন সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্বনাথ পৌরসভা এবং আট ইউনিয়নে ভাসমান ও গৃহপালিত কুকুরকে টিকাপ্রদান করা হবে। পৌরসভায় ৪টি টিম ও প্রতি ইউনিয়নে ২টি টিম কাজ করবে। ১টি টিমে ৫জন লোক থাকবে। টিকাপ্রদান কর্মসূচি চলাকালে কেউ চাইলে তার পোষা বিড়ালকেও এই টিকা দিতে পারবে।
অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুশ শহীদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা বেগম, রামপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল খায়ের প্রমুখ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিশ্বনাথে ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচি ১৯-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত

আপডেট সময় ০৩:১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১

বিশ্বনাথ সংবাদদাতাঃ জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ব্যাপকহারে কুকুরের টিকাপ্রদান কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত বাস্তবায়িত হবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার প্রোগ্রাম সুপারভাইজার রাসেল আহমদ তার বক্তব্যে জানান, আগামী ১৯-২৩ ফেব্রুয়ারি টানা পাঁচদিন সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্বনাথ পৌরসভা এবং আট ইউনিয়নে ভাসমান ও গৃহপালিত কুকুরকে টিকাপ্রদান করা হবে। পৌরসভায় ৪টি টিম ও প্রতি ইউনিয়নে ২টি টিম কাজ করবে। ১টি টিমে ৫জন লোক থাকবে। টিকাপ্রদান কর্মসূচি চলাকালে কেউ চাইলে তার পোষা বিড়ালকেও এই টিকা দিতে পারবে।
অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুশ শহীদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা বেগম, রামপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল খায়ের প্রমুখ।