বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, বাংলাদেশে আমলাতন্ত্র নিয়ন্ত্রণের বাইরে। আমি সব আমলাদের কথা বলছি না, তাদের মধ্যে সৎ আমলাও আছে। কিন্তু বেশিরভাই আমলাই অসৎ। এইসব অদক্ষ, অসভ্য, দুর্নীতিবাজ আমলারা সমাজকে নষ্ট করছে, উন্নয়নে ব্যঘাত ঘটাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাকে তারা শেষ করে দিচ্ছে। তারা দেশটাকেই ধ্বংস করে দিচ্ছে। তারা যা ইচ্ছে তাই করে ধরাছোঁয়ার বাইরে থাকছে। কিন্তু তা হতে পারে না। এভাবে একটা দেশ চলতে পারে না। তাদেরকে কিভাবে আইনের আওতায় নিয়ে আসা যায়, সে ব্যাপারে সাংবাদিকদেরকেও লেখালেখি করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধভাবে এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে দাড়াতে হবে। অসৎ ও দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে আমার একটা যুদ্ধ চলবে। আমি জানি, যে সব রাঘব-বোয়াল আমলাদের বিরুদ্ধে আমি কথা বলছি, তারা যেকোন সময় আমাকে ‘উড়িয়ে’ দিতে পারে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ১ কোটি ৯ লক্ষ টাকা ব্যয়ে মেরামত (পাকাকরণ) সম্পন্ন হওয়া বিশ্বনাথ উপজেলার দশঘর ইউপি-পীরের বাজার-ধরারাই-মান্দারুকা বাজার রাস্তার উদ্বোধনকালে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমছু মিয়া, প্রবাসী আওয়ামী লীগ নেতা সামছু মিয়া লয়লুছ, সমাজসেবক আবদুল কাইয়ুম, আবদুশ শহীদ, স্থানীয় ইউপি সদস্য মুহিত চৌধুরী, নুর আলী, সাজনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে দশঘর ইউপি-পীরের বাজার-ধরারাই-মান্দারুকা বাজার রাস্তা মেরামত (পাকাকরণ) সম্পন্ন হওয়া প্রসঙ্গে সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, এই কাজে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। স্থানীয় জনগণ আমাকে জানিয়েছেন, কাজ ঠিকমত হয়নি। তবে, আমি এ ব্যাপারে এক্সপার্ট নই। ইঞ্জিনিয়ার বা এ সংশ্লিষ্ট যারা, তারাই ভাল বলতে পারবে কতটুকু সঠিক কাজ হয়েছে।
সংবাদ শিরোনাম ::
অসৎ দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে আমার যুদ্ধ চলবেঃ মোকাব্বির খাঁন এমপি
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৫:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- ৬৯৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ