ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

বিশ্বনাথে মিথ্যা মামলার হয়রানি থেকে প্রতিকার চেয়ে আবেদন

বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথে মিথ্যা মামলার হয়রানি থেকে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের গৌছ আলীর ছেলে ও স্থানীয় শাহ আমিন উল্লাহ মাদ্রাসার সুপার মো. ছাদিকুর রহমান। গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) তিনি একই গ্রামের মৃত আরফান আলীর ছেলে সিরাজ আলীর বিরুদ্ধে ‘বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ’ এনে তা থেকে প্রতিকার চেয়ে এই আবেদন করেন।

আবেদনে ছাদিকুর রহমান উল্লেখ করেন, সিরাজ আলী মামলাবাজ প্রকৃতির লোক। তিনি ২০০৫ সালে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা (জিআর ১০৯/০৫) দায়ের করেন। যার রায় আমাদের পক্ষে আসে। ২০০৯ সালে সিরাজ আলী তার পরিত্যক্ত ঘর পুড়িয়ে বিশ্বনাথ থানায় মিথ্যা অভিযোগ দেন। থানার তদন্ত কর্মকর্তা সাক্ষ্য-প্রমাণ নিয়ে অভিযোগের কোনো সত্যতা পাননি। সিরাজ আলীরা ০.০৮ শতক ভূমির মালিক অথচ আমার পিতার মালিকানাধীন মৌরসী ভূমিতে তিনি তার নামে ০.১৬ শতক ভূমির সাইনবোর্ড টানান। আমরা তাতে বাঁধা দিলে সিরাজ আলীর বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৬৫৩/২১) করি। এর ধারাবাহিকতায় সিরাজ আলীরা গত ২৭ জানুয়ারি সিলেটের আদালতে আমাদের ও আমাদের মেহমানদের উপর মিথ্যা মামলা (জিআর ২৭/২১) দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, আমরা ৮০ হাজার টাকার কদম গাছ, ৫০/৬০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির চারাগাছ ও ৪০ হাজার টাকার বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলেছি। প্রকৃতপক্ষে সেখানে কোনো ধরণের গাছ বা চারাগাছ ছিলই না। আর বাউন্ডারী দেয়ালও ভাঙ্গা নয়।
এ ব্যাপারে কথা হলে সিরাজ আলী বলেন, তারাই (ছাদিকুর রহমানরা) আমার বিরুদ্ধে দুই তিনটা মিথ্যা মামলা করেছে। আমার জায়গার দলিল-পর্চা সবই আছে। তারা গায়ের জোরে আমার জায়গার গাছ কাটায়, দেয়াল ভাঙ্গায় আমি অপারগ হয়ে আইনের আশ্রয় নিয়েছি।
আবেদনের বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

বিশ্বনাথে মিথ্যা মামলার হয়রানি থেকে প্রতিকার চেয়ে আবেদন

আপডেট সময় ০৩:১৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১

বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথে মিথ্যা মামলার হয়রানি থেকে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের গৌছ আলীর ছেলে ও স্থানীয় শাহ আমিন উল্লাহ মাদ্রাসার সুপার মো. ছাদিকুর রহমান। গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) তিনি একই গ্রামের মৃত আরফান আলীর ছেলে সিরাজ আলীর বিরুদ্ধে ‘বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ’ এনে তা থেকে প্রতিকার চেয়ে এই আবেদন করেন।

আবেদনে ছাদিকুর রহমান উল্লেখ করেন, সিরাজ আলী মামলাবাজ প্রকৃতির লোক। তিনি ২০০৫ সালে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা (জিআর ১০৯/০৫) দায়ের করেন। যার রায় আমাদের পক্ষে আসে। ২০০৯ সালে সিরাজ আলী তার পরিত্যক্ত ঘর পুড়িয়ে বিশ্বনাথ থানায় মিথ্যা অভিযোগ দেন। থানার তদন্ত কর্মকর্তা সাক্ষ্য-প্রমাণ নিয়ে অভিযোগের কোনো সত্যতা পাননি। সিরাজ আলীরা ০.০৮ শতক ভূমির মালিক অথচ আমার পিতার মালিকানাধীন মৌরসী ভূমিতে তিনি তার নামে ০.১৬ শতক ভূমির সাইনবোর্ড টানান। আমরা তাতে বাঁধা দিলে সিরাজ আলীর বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৬৫৩/২১) করি। এর ধারাবাহিকতায় সিরাজ আলীরা গত ২৭ জানুয়ারি সিলেটের আদালতে আমাদের ও আমাদের মেহমানদের উপর মিথ্যা মামলা (জিআর ২৭/২১) দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, আমরা ৮০ হাজার টাকার কদম গাছ, ৫০/৬০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির চারাগাছ ও ৪০ হাজার টাকার বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলেছি। প্রকৃতপক্ষে সেখানে কোনো ধরণের গাছ বা চারাগাছ ছিলই না। আর বাউন্ডারী দেয়ালও ভাঙ্গা নয়।
এ ব্যাপারে কথা হলে সিরাজ আলী বলেন, তারাই (ছাদিকুর রহমানরা) আমার বিরুদ্ধে দুই তিনটা মিথ্যা মামলা করেছে। আমার জায়গার দলিল-পর্চা সবই আছে। তারা গায়ের জোরে আমার জায়গার গাছ কাটায়, দেয়াল ভাঙ্গায় আমি অপারগ হয়ে আইনের আশ্রয় নিয়েছি।
আবেদনের বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।