বিশ্বনাথ সংবাদদাতাঃ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শেখ ময়নুর রহমান বাদশা মিয়া (৬৭) ও শেখ একবালুর রহমান বাহার মিয়া (৫০) নামে এ দুই ভাই সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের বাসিন্দা ছিলেন।
দুজনের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হন বাদশা মিয়া। এর কয়েকদিনের মধ্যে আক্রান্ত হন বাহার মিয়া। দুজনকেই লন্ডনের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় মারা যান বাদশা মিয়া। গতকাল রোববার বাহার মিয়ার মৃত্যু হয়।
বাদশা ও বাহারের ফুফাতো ভাই শেখ সাহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী লন্ডনেই তাদের দাফন করা হবে।