বিশ্বনাথ সংবাদদাতাঃ বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নতুন বছরের শুরু থেকেই শরি’আহ ভিত্তিক পূর্ণাঙ্গ ব্যাংকে রূপান্তরিত হওয়ায় ব্যাংকটির বিশ্বনাথ শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের অফিসার ওসমান গনির পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে অনুভূতি ব্যক্ত করেন হযরত ওমর ফারুক রা. একাডেমীর প্রিন্সিপাল এইচএম আখতার ফারুক, দক্ষিণ বিশ্বনাথ স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা আবুল বাশার, আল-মদিনা ফার্মেসীর স্বত্তাধিকারী ডা. শাহনুর হোসাইন, কারিকোনা জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা আবদুল মোসাব্বির, লার্নিং পয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক মঈন উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক (ইংরেজি) ও এডুকেয়ার কোচিং সেন্টারের পরিচালক শায়েক আল শাহাব , ৮নং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এমাদ উদ্দিন খান।
শাখা ব্যবস্থাপক তার ব্যক্তব্যে বলেন, অত্র ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের অনেক দিনের স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে আজকের এই রুপান্তর। তিনি বিশেষভাবে উল্লেখ্য করেন যে, ব্যাংকে সন্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ সাহেবের অক্লান্ত পরিশ্রমে ফসল হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড আজ ১৩৮ শাখা নিয়ে শরি’আহ ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক এ রুপান্তরিত হতে পেরেছে, এত বেশি শাখা নিয়ে এর আগে বাংলাদেশের কোন ব্যাংক রুপান্তর হয়নি।
দু’আ ও মিলাদ মাহফিলে মিলাদ পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদ এর ইমাম জনাব মাওলানা মোঃ খায়রুল ইসলাম, দু’আ ও ইসলামি ব্যাংকিংর কার্যক্রম এবং ফজিলত নিয়ে আলোচনা করেন আগামী পথ চলার সফলতা কামনা করে মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখার সহকারী ব্যবস্থাপক পরিমহন সিং, অফিসার হেলাল উদ্দিন, ইমামুল ইসলাম, সাংবাদিক আক্তার হোসেন সাহেদ, জামাল আহমেদ, সিনিয়র ফটো সাংবাদিক নুর উদ্দিন, ডা. সালেক আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম, মোজাম্মেল আলী, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, মক্তার হোসেন, রুবেল হোসেন বাদশা, ফরিয়াদ আহমেদ, জামাল আহমেদ, খলিল মিয়া, সাইফুল ইসলাম রাজু, মনির মিয়া, ইকবাল হোসেন, জাবেদ মিয়া প্রমুখ।