ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

বিষময় ২০২০কে বিদায় জানিয়ে অনেক আশা-প্রত্যাশা ও আতশবাজিতে ২০২১ কে বরন।

ডেস্ক রিপোর্টঃ মানব ইতিহাসের একটি ভয়ংকরতম এবং স্বরণীয় বছরের সমাপ্তি হলো। মহাকালের অমোঘ নিয়মে বিদায় নিলো ২০২০ সাল এ যেন এক বিষাক্ত বছরের বিদায়। কিন্তু এই বিদায় আর অন্য কোনো বছরের মতো নয়। বিষাদ ও হারানোর বেদনা নিয়ে শেষ হলো ২০২০।

করোনা মহামারির কারণে বিষাদের বছর হিসেবে ইতিহাসে থেকে যাবে সালটি। তারপরেও নতুন ও ভালোর আশায় ২০২১-কে বরণ করে নিচ্ছে দেশের মানুষ।
বৃহস্পতিবার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে বর্ণীল আলোকসজ্জা ও আতশবাজির মধ্য দিয়ে ২০২১ বরণ শুরু হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ফুটানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্টীয় নতুন বছর ২০২১ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক বাণীতে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনোবা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করব। নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সকল সংকট মোকাবিলার শক্তি দান করুক এবং সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই প্রার্থনা করি।’
পৃথিবীর গোটা মানব জাতীরই প্রত্যাশা শতাব্দীর এই ভয়ংকরতম বছর যেন তাদের জীবনে আর ফিরে না আসে। সবারই প্রত্যাশা আগামী বছর যেন বিশ্বের সকল ধর্ম বর্ণের মানুষের জন্য একটি শুভবার্তা নিয়ে আসে। শুভ হোক ২০২১।

ট্যাগস

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

বিষময় ২০২০কে বিদায় জানিয়ে অনেক আশা-প্রত্যাশা ও আতশবাজিতে ২০২১ কে বরন।

আপডেট সময় ০২:৫৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১

ডেস্ক রিপোর্টঃ মানব ইতিহাসের একটি ভয়ংকরতম এবং স্বরণীয় বছরের সমাপ্তি হলো। মহাকালের অমোঘ নিয়মে বিদায় নিলো ২০২০ সাল এ যেন এক বিষাক্ত বছরের বিদায়। কিন্তু এই বিদায় আর অন্য কোনো বছরের মতো নয়। বিষাদ ও হারানোর বেদনা নিয়ে শেষ হলো ২০২০।

করোনা মহামারির কারণে বিষাদের বছর হিসেবে ইতিহাসে থেকে যাবে সালটি। তারপরেও নতুন ও ভালোর আশায় ২০২১-কে বরণ করে নিচ্ছে দেশের মানুষ।
বৃহস্পতিবার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে বর্ণীল আলোকসজ্জা ও আতশবাজির মধ্য দিয়ে ২০২১ বরণ শুরু হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ফুটানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্টীয় নতুন বছর ২০২১ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক বাণীতে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনোবা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করব। নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সকল সংকট মোকাবিলার শক্তি দান করুক এবং সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই প্রার্থনা করি।’
পৃথিবীর গোটা মানব জাতীরই প্রত্যাশা শতাব্দীর এই ভয়ংকরতম বছর যেন তাদের জীবনে আর ফিরে না আসে। সবারই প্রত্যাশা আগামী বছর যেন বিশ্বের সকল ধর্ম বর্ণের মানুষের জন্য একটি শুভবার্তা নিয়ে আসে। শুভ হোক ২০২১।