ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ

স্কুল ছাত্রী জবা রানী বিশ্বাস দেশ সেরা একজন সঙ্গীত শিল্পী হতে চায়।

বিশ্বনাথ সংবাদ দাতাঃ স্বপ্ন ছোয়ে দেখতে চায় সবাই, সবার চোখে থাকে স্বপ্নের নিরব মায়াজাল,কেউ স্বপ্ন দেখে আর কেউ স্বপ্নকে মেখে, আর কারও স্বপ্ন স্বপ্নই থেকে যায়।তেমনি একটি বিশাল স্বপ্ন নিয়েই এগিয়ে চলা বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের রুনু দেবের মেয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জবা বিশ্বাস, জবার ছোট বেলা থেকেই স্বপ্ন সে গান গেয়ে একদিন দেশ সেরা একজন সংগীত শিল্পী হতে চায়। জবা এ পর্যন্ত তার মেধা আর গানের কন্ঠে মাতিয়ে বাজিমাত করেছে অনেক গানের আসর, জবার কন্ঠে ভেসে উঠেছে দেওয়ান হাসন রাজা আর বাউল আব্দুল করিমের গান, জবা, র,বাবা একজন কৃষক মানুষ কিন্তু পাশাপাশি একজন ভাল মানের তবলা ঢুল বাদক,জবা, র সাথে কথা হলেই সে বলে তার বাবা রুনু দেব তার মুল শিক্ষক বাবার কাছ থেকে সে নিয়মিত উৎসাহ উদ্দিপনা পেয়ে থাকে, তার বাবা রুনু দেবের স্বপ্ন তার মেয়ে একদিন দেশ সেরা শিল্পী হয়ে বাবার মুখ উজ্জ্বল করবে এটা তার দৃঢ় বিশ্বাস, জবা আদর্শ উচ্চ বিদ্যালয়ে লেখা পড়ার পাশাপাশি সে নিয়মিত তার গানের চর্চা করে থাকে, তার বাবার স্বপ্ন যেন সে পুর্ণ করতে পারে সে সকলের সহযোগিতা চায়।
জবা,র,কন্ঠে বাউল খোয়াজ মিয়া, সহ দেশ সেরা অনেক নামকরা গীতিকারদের গান,সুর মেলায়, একদিন যেন এদেশে এ রকম জবারা গান গেয়ে এ দেশের সুনাম বয়ে আনতে পারে তার পরিবারের একমাত্র উপার্জন তার বাবা রুনু দেব মেয়ের সখ পুরন করতে সদা প্রস্তুত, বাবার সাধনা আর পরিশ্রম যেন বৃথা না যায় সেই পরিকল্পনা বুকে নিয়েই জবার পথ চলা পুরন হোক একজন সরল মনা জবা,র গানের ভুবন এগিয়ে যাক দেশের গন্ডি চরিয়ে বিদেশের মাটিতে এই আশাবাদ ব্যাক্ত করেন জবা,র,পরিবারের সবাই
তারা সকলের নিকট আর্শীবাদ কামনা করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত

স্কুল ছাত্রী জবা রানী বিশ্বাস দেশ সেরা একজন সঙ্গীত শিল্পী হতে চায়।

আপডেট সময় ০৬:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

বিশ্বনাথ সংবাদ দাতাঃ স্বপ্ন ছোয়ে দেখতে চায় সবাই, সবার চোখে থাকে স্বপ্নের নিরব মায়াজাল,কেউ স্বপ্ন দেখে আর কেউ স্বপ্নকে মেখে, আর কারও স্বপ্ন স্বপ্নই থেকে যায়।তেমনি একটি বিশাল স্বপ্ন নিয়েই এগিয়ে চলা বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের রুনু দেবের মেয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জবা বিশ্বাস, জবার ছোট বেলা থেকেই স্বপ্ন সে গান গেয়ে একদিন দেশ সেরা একজন সংগীত শিল্পী হতে চায়। জবা এ পর্যন্ত তার মেধা আর গানের কন্ঠে মাতিয়ে বাজিমাত করেছে অনেক গানের আসর, জবার কন্ঠে ভেসে উঠেছে দেওয়ান হাসন রাজা আর বাউল আব্দুল করিমের গান, জবা, র,বাবা একজন কৃষক মানুষ কিন্তু পাশাপাশি একজন ভাল মানের তবলা ঢুল বাদক,জবা, র সাথে কথা হলেই সে বলে তার বাবা রুনু দেব তার মুল শিক্ষক বাবার কাছ থেকে সে নিয়মিত উৎসাহ উদ্দিপনা পেয়ে থাকে, তার বাবা রুনু দেবের স্বপ্ন তার মেয়ে একদিন দেশ সেরা শিল্পী হয়ে বাবার মুখ উজ্জ্বল করবে এটা তার দৃঢ় বিশ্বাস, জবা আদর্শ উচ্চ বিদ্যালয়ে লেখা পড়ার পাশাপাশি সে নিয়মিত তার গানের চর্চা করে থাকে, তার বাবার স্বপ্ন যেন সে পুর্ণ করতে পারে সে সকলের সহযোগিতা চায়।
জবা,র,কন্ঠে বাউল খোয়াজ মিয়া, সহ দেশ সেরা অনেক নামকরা গীতিকারদের গান,সুর মেলায়, একদিন যেন এদেশে এ রকম জবারা গান গেয়ে এ দেশের সুনাম বয়ে আনতে পারে তার পরিবারের একমাত্র উপার্জন তার বাবা রুনু দেব মেয়ের সখ পুরন করতে সদা প্রস্তুত, বাবার সাধনা আর পরিশ্রম যেন বৃথা না যায় সেই পরিকল্পনা বুকে নিয়েই জবার পথ চলা পুরন হোক একজন সরল মনা জবা,র গানের ভুবন এগিয়ে যাক দেশের গন্ডি চরিয়ে বিদেশের মাটিতে এই আশাবাদ ব্যাক্ত করেন জবা,র,পরিবারের সবাই
তারা সকলের নিকট আর্শীবাদ কামনা করেন।