ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

আন-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

বিশ্বনাথ থেকে:রেজাউল হক রাজুঃ আন্-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে এবং ট্রাস্টের বাংলাদেশ শাখা ও জামেয়া ইসলামিয়া হাজী আঃছাত্তার মহিলা মাদ্রাসা শিমুল তলার সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ওয়ান পাউন্ড হসপিটাল ইউকের কর্মকর্তা বৃন্দ সহ বাংলাদেশের সম্মানিত সদস্যদের সংবর্ধনা ও বয়স্কা মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

২৬শে ডিসেম্বর শনিবার মহিলা মাদ্রাসার মিলনায়তনে জনাব হাজী আব্দুল হকের সভাপতিত্বে ও হা.মাও.রেজাউল হক রাজুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন অত্র মহিলা মাদ্রাসার ছাত্রী মোছা: সুমাইয়া বেগম।
মাদ্রাসার পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা সালিম আহমদ, নায়বে মুহতামিম অত্র জামেয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মন্ত্রী পরিষদের সাবেক অতিরিক্ত সচিব বিশ্বনাথের কৃতি সন্তান উক্ত মাদ্রাসার সম্মানিত পেট্রোন ও ওয়ান পাউন্ড হসপিটালের বাংলাদেশ শাখার চেয়ারপার্সন সর্বজন শ্রদ্ধেয় জনাব মো:মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো:আয়াছ মিয়া, সেক্রেটারি জেনারেল এন্ড ডাইরেক্টর অব ফাইন্যান্স দি
ওয়ান পাউন্ড হসপিটাল,
সাবেক স্পিকার, লন্ডন টাওয়ার হেমলেটস এবং সন্মানীত রুম ডনার উক্ত মাদ্রাসা ।

সভায় আরো উপস্থিত ছিলেন ডা.মো:শানুর আলী মামুন, চেয়ারপারসন ও সি.ই.ও:দি ওয়ান পাউন্ড হসপিটাল,সাবেক সহকারী অধ্যাপক আই. এ. সি.ই.বি.সাভার ঢাকা।

কাউন্সিলর শাহ মোঃ সোহেল আমিন, ডাইরেক্টর অব মিডিয়া এন্ড প্রোডাকশন দি ওয়ান পাউন্ড হসপিটাল,কাউন্সিলর লন্ডন টাওয়ার হেমলেটস।
নাজমুল ইসলাম মকবুল, সাংবাদিক ও কবি,সিলেট লেখক ফোরামের সভাপতি, কো:অডিনেটর দি ওয়ান পাউন্ড হসপিটাল।
আলহাজ্ব আব্দুর রশিদ (আক্কল ) সন্মানীত সদস্য আসহাবে বদর ফান্ড আন্-নি’য়ামাহ এডুকেশন ট্রাস্ট, ইউ কে
আলহাজ্ব ইমাদ উদ্দীন রউফ, কমিউনিটি একটিভিস্ট, উয়েল উইশার, আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসা।

বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সাবেক বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক ইউ পি মেম্বার ।

জনাব আনোয়ার হোসেন, উয়েল উইশার, মহিলা মাদ্রাসা, লন্ডন প্রবাসী।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আন্-নি’য়ামাহ ট্রাস্টের বাংলাদেশ শাখার সেক্রেটারি আকবর হোসেন কিসমত, ট্রাস্টের ট্রেজারার হাজী আব্দুর রহমান, সানুর মিয়া, আলমাছ মিয়া, ট্রাস্ট এর কো:অরডিনেটার সেবুল আহমদ, জিয়াউর রহমান, সুহেল হোসাইন, সাইদুর রহমান সালাত, আবু সুফিয়ান, ফাহিম আহমদ রিপন,আব্দুল বাছিত, মুহিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন:বর্তমানে ধর্মীয় শিক্ষার অত্যাধিক গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে আমাদের শ্রদ্ধেয় স্যার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক ,মানুষ গড়ার কারিগর জনাব এম আবুল হাশেম বি. এস.সি .ধর্মপ্রাণ মুসলিম সমাজ ও এলাকাবাসীর কথা চিন্তা করে স্বতন্ত্র মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যাতে এলাকার মানুষেরা তাদের কলিজার টুকরা মেয়েদেরকে পরিপূর্ণ পর্দার সাথে মহিলা মাদ্রাসায় ভর্তি করে একজন আলিমা, হাফিজা ও দ্বীনদার সন্তান বানাতে পারেন ।
অতিথি বৃন্দ আরো বলেন আমাদেরকে একটি জিনিষ খুবই আনন্দিত করেছে অত্র মহিলা মাদ্রাসায় বয়স্কা মহিলাদেরকেও মাসআলা মাসাইল ও বিশুদ্ধ কুরআন শিক্ষা দেওয়া হয়।
প্রধান অতিথি মেয়েদেরকে কর্মমুখী শিক্ষা দেয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন, যদিও আমাদের পরিকল্পনার মধ্যে কারিগরি শিক্ষার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের সম্মাননা স্মারক দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে পুরুষ মহিলাদের সম্পূর্ণ আলাদা বসার ব্যবস্থার মাধ্যমে পর্দার আড়ালে আরও প্রায় ২ শতাধিক মহিলা শিক্ষার্থী উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে থেকে ৫৫ জন বয়স্কা মহিলাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে অন্যান্য দাতাদের পাশাপাশি বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন মাদ্রাসার ফান্ডে সাদাকায়ে জারিয়া হিসেবে ত্রিশ শতক মূল্যবান জমি দান করে আজীবন মাদ্রাসার দাতা সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার নায়েবে মুহতামিম উক্ত মাদ্রাসায় এ পর্যন্ত যারা দান করেছেন বা এখনো করছেন তাদের সকলের জীবিত মৃত সহ সকল মুসলিম উম্মাহ এবং বর্তমান বিশ্ব থেকে মহামারি করোনা ভাইরাসের পরিত্রাণ চেয়ে মহান আল্লাহ’র দরবারে বিশেষ আকুতি জানিয়ে দোআ পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক উপস্থিতিদের মধ্যে লাঞ্চ প্যাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার নায়বে মুহতামিম বলেন বর্তমানে বয়স্কা মহিলা মাদ্রাসার ছাত্রী সংখ্যা বৃদ্ধি,দাওরায়ে হাদিস ও মিশকাত জামাত খোলার লক্ষ্যে মাদ্রাসার একাডেমিক ভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করা অতি জরুরী।
দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করতে প্রয়োজন ৬৫ থেকে ৭০ লক্ষ টাকা,আমাদের মাদ্রাসার রুম ডনারের প্রয়োজন ১৩ জন ইতি মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে দান করে ধন্য হয়েছেন ৬ জন, আমাদের প্রয়োজন আরো ৭ জন গর্বিত রুম ডনার্স ।
আপনারা মাদ্রাসার একজন গর্বিত সদস্য হতে পারবেন ৩ হাজার পাউন্ড দান করে একজন রুম ডনার, ১ হাজার পাউন্ড দান করে একজন অনারারী ট্রাস্টী, ৫০০ পাউন্ড দান করে একজন ডনার মেম্বার। আপনাদের নামগুলো ডনার ওয়ালে তালিকা আকারে আজীবন লিপিবদ্ধ থাকবে সাদাকায়ে জারিয়া হিসেবে ইনশাআল্লাহ!এবং যেকোনো এমাউন্ট বা সহযোগিতা দিয়ে হতে পারেন একজন উয়েল উইশার ।
একাডেমিক ভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করতে প্রয়োজন ৪০ হাজার ইট,১৫০০শত বস্তা সিমেন্ট, ১৬ টন রড, ৪,৫০০ ফুট পাথর,৭০০০ ঘন ফুট বালুর। তাই আপনারা দোআ দিয়ে ও যে যেভাবে ইচ্ছা শরিক হয়ে এই মহতী কাজে সহযোগিতা করবেন।

যোগাযোগ:
প্রধান খাদেম: এম আবুল হাশেম বি.এস.সি
07414612524
Facebook ID:Anni’amah Education Trust

ট্যাগস

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

আন-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

আপডেট সময় ০৯:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

বিশ্বনাথ থেকে:রেজাউল হক রাজুঃ আন্-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে এবং ট্রাস্টের বাংলাদেশ শাখা ও জামেয়া ইসলামিয়া হাজী আঃছাত্তার মহিলা মাদ্রাসা শিমুল তলার সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ওয়ান পাউন্ড হসপিটাল ইউকের কর্মকর্তা বৃন্দ সহ বাংলাদেশের সম্মানিত সদস্যদের সংবর্ধনা ও বয়স্কা মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

২৬শে ডিসেম্বর শনিবার মহিলা মাদ্রাসার মিলনায়তনে জনাব হাজী আব্দুল হকের সভাপতিত্বে ও হা.মাও.রেজাউল হক রাজুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন অত্র মহিলা মাদ্রাসার ছাত্রী মোছা: সুমাইয়া বেগম।
মাদ্রাসার পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা সালিম আহমদ, নায়বে মুহতামিম অত্র জামেয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মন্ত্রী পরিষদের সাবেক অতিরিক্ত সচিব বিশ্বনাথের কৃতি সন্তান উক্ত মাদ্রাসার সম্মানিত পেট্রোন ও ওয়ান পাউন্ড হসপিটালের বাংলাদেশ শাখার চেয়ারপার্সন সর্বজন শ্রদ্ধেয় জনাব মো:মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো:আয়াছ মিয়া, সেক্রেটারি জেনারেল এন্ড ডাইরেক্টর অব ফাইন্যান্স দি
ওয়ান পাউন্ড হসপিটাল,
সাবেক স্পিকার, লন্ডন টাওয়ার হেমলেটস এবং সন্মানীত রুম ডনার উক্ত মাদ্রাসা ।

সভায় আরো উপস্থিত ছিলেন ডা.মো:শানুর আলী মামুন, চেয়ারপারসন ও সি.ই.ও:দি ওয়ান পাউন্ড হসপিটাল,সাবেক সহকারী অধ্যাপক আই. এ. সি.ই.বি.সাভার ঢাকা।

কাউন্সিলর শাহ মোঃ সোহেল আমিন, ডাইরেক্টর অব মিডিয়া এন্ড প্রোডাকশন দি ওয়ান পাউন্ড হসপিটাল,কাউন্সিলর লন্ডন টাওয়ার হেমলেটস।
নাজমুল ইসলাম মকবুল, সাংবাদিক ও কবি,সিলেট লেখক ফোরামের সভাপতি, কো:অডিনেটর দি ওয়ান পাউন্ড হসপিটাল।
আলহাজ্ব আব্দুর রশিদ (আক্কল ) সন্মানীত সদস্য আসহাবে বদর ফান্ড আন্-নি’য়ামাহ এডুকেশন ট্রাস্ট, ইউ কে
আলহাজ্ব ইমাদ উদ্দীন রউফ, কমিউনিটি একটিভিস্ট, উয়েল উইশার, আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসা।

বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সাবেক বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক ইউ পি মেম্বার ।

জনাব আনোয়ার হোসেন, উয়েল উইশার, মহিলা মাদ্রাসা, লন্ডন প্রবাসী।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আন্-নি’য়ামাহ ট্রাস্টের বাংলাদেশ শাখার সেক্রেটারি আকবর হোসেন কিসমত, ট্রাস্টের ট্রেজারার হাজী আব্দুর রহমান, সানুর মিয়া, আলমাছ মিয়া, ট্রাস্ট এর কো:অরডিনেটার সেবুল আহমদ, জিয়াউর রহমান, সুহেল হোসাইন, সাইদুর রহমান সালাত, আবু সুফিয়ান, ফাহিম আহমদ রিপন,আব্দুল বাছিত, মুহিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন:বর্তমানে ধর্মীয় শিক্ষার অত্যাধিক গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে আমাদের শ্রদ্ধেয় স্যার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক ,মানুষ গড়ার কারিগর জনাব এম আবুল হাশেম বি. এস.সি .ধর্মপ্রাণ মুসলিম সমাজ ও এলাকাবাসীর কথা চিন্তা করে স্বতন্ত্র মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যাতে এলাকার মানুষেরা তাদের কলিজার টুকরা মেয়েদেরকে পরিপূর্ণ পর্দার সাথে মহিলা মাদ্রাসায় ভর্তি করে একজন আলিমা, হাফিজা ও দ্বীনদার সন্তান বানাতে পারেন ।
অতিথি বৃন্দ আরো বলেন আমাদেরকে একটি জিনিষ খুবই আনন্দিত করেছে অত্র মহিলা মাদ্রাসায় বয়স্কা মহিলাদেরকেও মাসআলা মাসাইল ও বিশুদ্ধ কুরআন শিক্ষা দেওয়া হয়।
প্রধান অতিথি মেয়েদেরকে কর্মমুখী শিক্ষা দেয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন, যদিও আমাদের পরিকল্পনার মধ্যে কারিগরি শিক্ষার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের সম্মাননা স্মারক দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে পুরুষ মহিলাদের সম্পূর্ণ আলাদা বসার ব্যবস্থার মাধ্যমে পর্দার আড়ালে আরও প্রায় ২ শতাধিক মহিলা শিক্ষার্থী উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে থেকে ৫৫ জন বয়স্কা মহিলাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে অন্যান্য দাতাদের পাশাপাশি বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন মাদ্রাসার ফান্ডে সাদাকায়ে জারিয়া হিসেবে ত্রিশ শতক মূল্যবান জমি দান করে আজীবন মাদ্রাসার দাতা সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার নায়েবে মুহতামিম উক্ত মাদ্রাসায় এ পর্যন্ত যারা দান করেছেন বা এখনো করছেন তাদের সকলের জীবিত মৃত সহ সকল মুসলিম উম্মাহ এবং বর্তমান বিশ্ব থেকে মহামারি করোনা ভাইরাসের পরিত্রাণ চেয়ে মহান আল্লাহ’র দরবারে বিশেষ আকুতি জানিয়ে দোআ পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক উপস্থিতিদের মধ্যে লাঞ্চ প্যাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার নায়বে মুহতামিম বলেন বর্তমানে বয়স্কা মহিলা মাদ্রাসার ছাত্রী সংখ্যা বৃদ্ধি,দাওরায়ে হাদিস ও মিশকাত জামাত খোলার লক্ষ্যে মাদ্রাসার একাডেমিক ভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করা অতি জরুরী।
দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করতে প্রয়োজন ৬৫ থেকে ৭০ লক্ষ টাকা,আমাদের মাদ্রাসার রুম ডনারের প্রয়োজন ১৩ জন ইতি মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে দান করে ধন্য হয়েছেন ৬ জন, আমাদের প্রয়োজন আরো ৭ জন গর্বিত রুম ডনার্স ।
আপনারা মাদ্রাসার একজন গর্বিত সদস্য হতে পারবেন ৩ হাজার পাউন্ড দান করে একজন রুম ডনার, ১ হাজার পাউন্ড দান করে একজন অনারারী ট্রাস্টী, ৫০০ পাউন্ড দান করে একজন ডনার মেম্বার। আপনাদের নামগুলো ডনার ওয়ালে তালিকা আকারে আজীবন লিপিবদ্ধ থাকবে সাদাকায়ে জারিয়া হিসেবে ইনশাআল্লাহ!এবং যেকোনো এমাউন্ট বা সহযোগিতা দিয়ে হতে পারেন একজন উয়েল উইশার ।
একাডেমিক ভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করতে প্রয়োজন ৪০ হাজার ইট,১৫০০শত বস্তা সিমেন্ট, ১৬ টন রড, ৪,৫০০ ফুট পাথর,৭০০০ ঘন ফুট বালুর। তাই আপনারা দোআ দিয়ে ও যে যেভাবে ইচ্ছা শরিক হয়ে এই মহতী কাজে সহযোগিতা করবেন।

যোগাযোগ:
প্রধান খাদেম: এম আবুল হাশেম বি.এস.সি
07414612524
Facebook ID:Anni’amah Education Trust