ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

লন্ডনের বো কমন মসজিদের ট্রেজারার জসিম উদ্দিনের মা’য়ের মৃত্যুতে শিক্ষাবিদ এম এ হাশেম এর শোকপ্রকাশ।

নিজস্ব প্রতিবেদকঃ  দ্বীনদার মা তৈরির কারখানা জামেয়া হাজী আঃ সাত্তার মহিলা মাদ্রাসা ও জুলেখা মাদারিসুল উম্মাহাত (বয়স্কা মহিলা মাদ্রাসা) শিমুলতলা, বিশ্বনাথের স্পনসর আননি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাষ্ট ইউকের শুভানুধ্যায়ী ও দাতা সদস্য, বো কমন মাসজিদ ও কালচারাল সেন্টারের ট্রেজারার মোঃ জসিম উদ্দিন এর প্রীয় “মা” বার্ধক্যজনিত কারণে গত কাল ২৬ ডিসেমবর ২০২০ই ইন্তেকাল করেন। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আননি’য়ামাহ পরিবার।

আননি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট, হাজী আঃ সাত্তার মহিলা মাদ্রাসা ও জুলেখা মাদারিসুল উম্মাহাত,শিমুলতলার ফাউন্ডার ও প্রধান খাদিম, নতুন কুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিমুল তলা র ফাউন্ডার, রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় বিশ্বনাথের সাবেক সুনামধন্য সিনিয়র শিক্ষক, ওয়ান পাউন্ড হসপিটাল বিশ্বনাথের ডাইরেকটার ওফ পলিসী কাউন্সিল, বো কমন মাজিদের মুসাললী বিশিষ্ট শিক্ষাবিদ এম আবুল হাশেম বিএসসি মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমাকে জান্নাতের উঁচু মাকাম দানের জন্য মাওলার দরবারে বিশেষভাবে আকুতি জানিয়েছেন ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

লন্ডনের বো কমন মসজিদের ট্রেজারার জসিম উদ্দিনের মা’য়ের মৃত্যুতে শিক্ষাবিদ এম এ হাশেম এর শোকপ্রকাশ।

আপডেট সময় ১২:৫৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ  দ্বীনদার মা তৈরির কারখানা জামেয়া হাজী আঃ সাত্তার মহিলা মাদ্রাসা ও জুলেখা মাদারিসুল উম্মাহাত (বয়স্কা মহিলা মাদ্রাসা) শিমুলতলা, বিশ্বনাথের স্পনসর আননি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাষ্ট ইউকের শুভানুধ্যায়ী ও দাতা সদস্য, বো কমন মাসজিদ ও কালচারাল সেন্টারের ট্রেজারার মোঃ জসিম উদ্দিন এর প্রীয় “মা” বার্ধক্যজনিত কারণে গত কাল ২৬ ডিসেমবর ২০২০ই ইন্তেকাল করেন। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আননি’য়ামাহ পরিবার।

আননি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট, হাজী আঃ সাত্তার মহিলা মাদ্রাসা ও জুলেখা মাদারিসুল উম্মাহাত,শিমুলতলার ফাউন্ডার ও প্রধান খাদিম, নতুন কুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিমুল তলা র ফাউন্ডার, রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় বিশ্বনাথের সাবেক সুনামধন্য সিনিয়র শিক্ষক, ওয়ান পাউন্ড হসপিটাল বিশ্বনাথের ডাইরেকটার ওফ পলিসী কাউন্সিল, বো কমন মাজিদের মুসাললী বিশিষ্ট শিক্ষাবিদ এম আবুল হাশেম বিএসসি মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমাকে জান্নাতের উঁচু মাকাম দানের জন্য মাওলার দরবারে বিশেষভাবে আকুতি জানিয়েছেন ।