বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাবেল সামাদ। রবিবার দুপুরে দশঘর ইউনিয়ন পরিষদের এক বৈঠকে ভোটের মাধ্যমে তিনি প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন।
সভায় ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হন ৪নং ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম এবং সকলের সর্বসম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হন ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ফুলমালা বেগম।
এ সময় দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।