বিশ্বনাথ সংবাদদাতাঃ বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ দরিদ্র সমাজ কল্যান সংস্থার সহ সভাপতি কামাল বিন মদরিছের স্বদেশ আগমন উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় সিংগেরকাছ শাহজালাল মডার্ন একাডেমির হল রুমে এক সংবর্ধনা ও শীত বস্র বিতরণ অনুস্টিত হয়। উক্ত সংবর্ধনা ও শীত বস্র অনুস্টানে সংস্থার সভাপতি গীতিকার কবি এইচ এম আরশ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সহ সাধারণ সম্পাদক আবুতাহের মিছবাহ যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সবাইকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্থার প্রতিস্টাতা হাফিজ আতাউর রহমান, সংবর্ধিত অথিতির বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি কামাল বিন মদরিছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র সংস্থার উপদেষ্টা হাজি নজরুল ইসলাম হান্দু মিয়া,আমীর আলী,হাফিজ আরব খাঁন, মাস্টার আনোয়ার হোসেন, সহ সভাপতি, শফিকুল ইসলাম,শামীম খান,কুতুবউদ্দিন, আলী জুনেল,জাহাঙ্গীর আলম,সালেহ উদ্দিন,কাউছার, ইন্তাজ খান,সোহাগ আহমদ চন্দন,প্রমুখ।
অনুষ্টানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন, শাহজালাল মডার্ন একাডেমির শিক্ষক মাওলানা সালেহ আহমদ মর্তুজা, ৫০জন হত দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়, এবং সংবর্ধিত অথিতি কামাল বিন মদরিছকে সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।