আহমদ আলী হিরনঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চাউলধনী হাওরের ইজারা বাতিলের দাবিতে প্রতিবাদ সভা মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করছে ক্ষতিগ্রস্থ অসহায় কৃষকরা। রোববার দুপুরে চাউলধনী স্কুল এন্ড কলেজের দক্ষিণ পাশের লম্বাটেক নামক স্থানে হাওর পাড়ের গ্রামবাসীর ব্যানারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্ষতিগ্রস্থ কৃষকরা হাওরের ইজারা বাতিল ও ইজারাদাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া, হাসনাজী গ্রামের প্রবীণ মুরব্বী চমক আলী, কুতুব উদ্দিন, জমির আলী, দশপাইকা গ্রামের কৃষক সংগঠক আকবর আলী, মো. আশিক আলী, মো. জাহির আলী, হেলাল আহমদ, আজির উদ্দিন, সামির আলীসহ স্থানীয় কৃষকরা। এসময় এসময় হাওর পাড়ের অনেক কৃষকরা উপস্থিত ছিলেন।