বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, নবগঠিত বিশ্বনাথ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বিশিষ্ট গীতিকার ও পল্লী চিকিৎসক সরোয়ার হোসেইন চেরাগ (চেরাগ আলী ডাক্তার) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। রবিবার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
আজ (রবিবার) আছরের নামাজের পর মরহুম সরোয়ার হোসেইন চেরাগের নিজ গ্রাম উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুরের পার্শ্ববর্তী স্থানীয় আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে সমাহিত করা হবে পারিবারিক কবরস্থানে।