ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

বিশ্বনাথের সুরমান দেশসেরা উদ্যোক্তা নির্বাচিত।

আহমদ আলী হিরনঃ দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যেক্তা ২০২০ হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা সুরমান আলী সুমন। তিনি উপজেলার শিমুলতলা গ্রামের হাজি আত্তর আলী ও আনোয়ারা বেগমের ছেলে।
তৃনমূল জনগনকে ই সেবা সম্পর্কে অবহিত করন মুজিব শতবর্ষই সেবা ক্যাম্পেইন ২০২০ ই সেবা প্রদান ও প্রতিবেদন জমাদান ব্যাংকিং কমিশনে পয়েন্ট এক সেবায় রিসোর্ট প্রদান ডিজিটাল সেন্টারে ফেসবুকে গ্রপে সক্রিয় উপস্থিতি উদ্যেক্তা কল্যান ফান্ডগঠনে ভুমিকা, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যেক্তা সরব উপস্থিতি ই কমার্স ও উদ্ভোধনী উদ্যোগ নিয়ে সামগ্রিক ডিজিটাল সেন্টারের কার্যক্রমে অবদান রাখার জন্য সুরমান আলী সুমন সহ পুরো বাংলাদেশ থেকে ৩জনকে নির্বাচিত করে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যেক্তা ২০২০,হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত অন্য দুইজন হলেন চুয়াডাঙ্গা জেলা সদর উপজেলা শংকরচন্দ্র, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা মোঃ আল হেলাল এবং যশোর জেলার সদর উপজেলা আরবপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের এস এম আরিফুজ্জামান,
জানাগেছে বিজয়ীদের ব্যাংক এশিয়ার সৌজন্যে পুরস্কৃত করা হবে। বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর শ্লোগানে ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারি সকল সেবা সহজে দ্রুত ও কম খরচে পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এবং এই প্রক্রিয়া নাগরিকের জীবনে ইতিবাচক পরিবর্তনের ভুমিকা রাখছেন।

ট্যাগস

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

বিশ্বনাথের সুরমান দেশসেরা উদ্যোক্তা নির্বাচিত।

আপডেট সময় ১১:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০

আহমদ আলী হিরনঃ দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যেক্তা ২০২০ হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা সুরমান আলী সুমন। তিনি উপজেলার শিমুলতলা গ্রামের হাজি আত্তর আলী ও আনোয়ারা বেগমের ছেলে।
তৃনমূল জনগনকে ই সেবা সম্পর্কে অবহিত করন মুজিব শতবর্ষই সেবা ক্যাম্পেইন ২০২০ ই সেবা প্রদান ও প্রতিবেদন জমাদান ব্যাংকিং কমিশনে পয়েন্ট এক সেবায় রিসোর্ট প্রদান ডিজিটাল সেন্টারে ফেসবুকে গ্রপে সক্রিয় উপস্থিতি উদ্যেক্তা কল্যান ফান্ডগঠনে ভুমিকা, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যেক্তা সরব উপস্থিতি ই কমার্স ও উদ্ভোধনী উদ্যোগ নিয়ে সামগ্রিক ডিজিটাল সেন্টারের কার্যক্রমে অবদান রাখার জন্য সুরমান আলী সুমন সহ পুরো বাংলাদেশ থেকে ৩জনকে নির্বাচিত করে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যেক্তা ২০২০,হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত অন্য দুইজন হলেন চুয়াডাঙ্গা জেলা সদর উপজেলা শংকরচন্দ্র, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা মোঃ আল হেলাল এবং যশোর জেলার সদর উপজেলা আরবপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের এস এম আরিফুজ্জামান,
জানাগেছে বিজয়ীদের ব্যাংক এশিয়ার সৌজন্যে পুরস্কৃত করা হবে। বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর শ্লোগানে ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারি সকল সেবা সহজে দ্রুত ও কম খরচে পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এবং এই প্রক্রিয়া নাগরিকের জীবনে ইতিবাচক পরিবর্তনের ভুমিকা রাখছেন।