বিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের ২০২০-২০২১ইং সনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় এই নতুন কমিটি গঠন করা হয়।
এসোসিয়েশনের বিদায়ী সভাপতি বুরহান তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবি কেয়ার স্কুলের চিফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইট, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, আমির উদ্দিন, মিছির আলী, গৌছ উদ্দিন বাবুল, সংগঠক জমির উদ্দিন প্রমুখ।
সভায় সকলের সম্মতিতে ফারহান উদ্দিনকে সভাপতি, মামুনুর রশীদকে সাধারণ সম্পাদক ও রাহাত আলীকে সাংগঠনিক সম্পাদক করে খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের ২০২০-২০২১ইং সনের কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে সকলের সাথে অালোচনার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।