বিশ্বনাথ সংবাদদাতা:- সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি সাদিক ও কাদিরকে খুঁজছে পুলিশ। শনিবার এসপি সিলেট ফেইসবুক আইডি থেকে ওই দুই আসামির সন্ধান চেয়ে একটি পোষ্ট করা হয়। আসামিরা হলেন- বিশ্বনাথ উপজেলার করপাড়া গ্রামের মৃত আব্দুল জহিরের ছেলে সাদিক ও একই এলাকার মৃত আশোক আলির ছেলে কাদির (৪৭)। তারা দুইজনই একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।তাদেরকে গ্রেফতারে সিলেট জেলা পুলিশ বিভিন্ন স্থানে ইতিমধ্যে অভিযান পরিচালনা করেছে।
যদি কোন ব্যক্তি-বিশ্বস্ত বন্ধু তাদের অবস্থান সম্পর্কে জেলা পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন তাকে উপযুক্ত আর্থিক সম্মানী প্রদান করা হইবে। উল্লেখ্য যে সংবাদদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশ সুপার, ০১৩২০ ১১৭৭০০। সিলেট।