ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

অবৈধভাবে সরকারি ভূমিতে গাছ কর্তনের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদকঃ  সিলেটের বিশ্বনাথে উপজেলার মইজপুর মৌজার জেএল নং ৯৫ স্থিত ১/১নং সরকারি খাস খতিয়ানের বিএস ১০০ ও ১০৩ দাগের পুকুর ও পুকুর পাড় শ্রেণী রকম সরকারি ভূমির উপর থাকা রেন্টিসহ বিভিন্ন জাতের ছোট-বড় ৫-৬টি গাছ অবৈধভাবে কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। কর্তনকৃত গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানা গেছে।
উপজেলার মইজপুর গ্রামের মৃত ইছকন্দর আলীর পুত্র নূর আলী ও রুসন আলীর পুত্র মছব্বির আলীর বিরুদ্ধে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ এনে মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) বরাবরে এলাকাবাসীর পক্ষে একই গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র কবির উদ্দিন লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে অভিযোগকারী উল্লেখ করেছেন, অভিযুক্তরা অত্যান্ত প্রভাবশালী হওয়ার কারণে উপরে বর্ণিত সরকারি ভূমির উপর থেকে অবৈধভাবে সরকারি গাত কর্তন করে নিলেও এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে কথা বলার সাহস পান না। এতে করে অভিযুক্তরা সহযেই সরকারি ভূমি থেকে অবৈধভাবেগাছ কর্তন করে তথায় মজুদ করে রাখে। তাই সরকারি সম্পদ উদ্ধার করার জন্য ও সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে এলাকাবাসীর পক্ষে তিনি (দরখাস্তকারী) লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর এব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে উপজেলা প্রশাসনসহ সরকারি সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

ট্যাগস

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

অবৈধভাবে সরকারি ভূমিতে গাছ কর্তনের অভিযোগ।

আপডেট সময় ০৫:৪০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ  সিলেটের বিশ্বনাথে উপজেলার মইজপুর মৌজার জেএল নং ৯৫ স্থিত ১/১নং সরকারি খাস খতিয়ানের বিএস ১০০ ও ১০৩ দাগের পুকুর ও পুকুর পাড় শ্রেণী রকম সরকারি ভূমির উপর থাকা রেন্টিসহ বিভিন্ন জাতের ছোট-বড় ৫-৬টি গাছ অবৈধভাবে কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। কর্তনকৃত গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানা গেছে।
উপজেলার মইজপুর গ্রামের মৃত ইছকন্দর আলীর পুত্র নূর আলী ও রুসন আলীর পুত্র মছব্বির আলীর বিরুদ্ধে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ এনে মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) বরাবরে এলাকাবাসীর পক্ষে একই গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র কবির উদ্দিন লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে অভিযোগকারী উল্লেখ করেছেন, অভিযুক্তরা অত্যান্ত প্রভাবশালী হওয়ার কারণে উপরে বর্ণিত সরকারি ভূমির উপর থেকে অবৈধভাবে সরকারি গাত কর্তন করে নিলেও এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে কথা বলার সাহস পান না। এতে করে অভিযুক্তরা সহযেই সরকারি ভূমি থেকে অবৈধভাবেগাছ কর্তন করে তথায় মজুদ করে রাখে। তাই সরকারি সম্পদ উদ্ধার করার জন্য ও সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে এলাকাবাসীর পক্ষে তিনি (দরখাস্তকারী) লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর এব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে উপজেলা প্রশাসনসহ সরকারি সুদৃষ্টি কামনা করেছেন তিনি।