বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, নৌকার বিজয়ের ফলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত দশঘর ইউনিয়নের কাঙ্খিত উন্নয়নের জন্য ২৯ অক্টোবরের নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার উন্নয়নের জন্য নৌকার বিজয়ের বিকল্প নেই।
তিনি সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব জবেদুর রহমানের ‘নৌকা প্রতীকের’ সমর্থনে স্থানীয় পীরেরবাজারে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। নৌকার বিজয়ে মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত হয়। তাই উন্নয়ন বঞ্চিত দশঘর ইউনিয়নবাসীর কল্যাণ ও উন্নয়নের জন্য আমাদেরকে ২৯ অক্টোবরের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ‘নৌকা’র কান্ডারী আলহাজ্ব জবেদুর রহমান। শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাওছার আহমদ খান ও স্বাগত বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিনুর রহমান।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, কার্যনির্বাহী সদস্য মকদ্দুছ আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান, সাবেক সহ সভাপতি খলিলুর রহমান মাস্টার, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈমুছ আলী, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক মাসুক আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রেদুয়ানুল করিম মাছুম, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ওসমানীনগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য, মানিক মিয়া, তপন দাশ, মিজানুর রহমান মিজান, আনোয়ার মিয়া, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, আওয়ামী লীগ নেতা শাহনুর হোসাইন, শেখ শহিদুল ইসলাম, আবদাল মিয়া, আবদুল মোমিন, দেলোয়ার হোসেন রুপন, তজম্মুল আলী, বাবুল মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি তাজির আলী, যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ, দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আশিদ আলী, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শেখ কবিরুল ইসলাম কবির, জেলা যুবলীগ নেতা মাসুদ আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সদস্য আবদুল হক, জহুর আলী মেম্বার, ওয়াহাব আলী মেম্বার, আমির আলী, শাহ আলম খোকন, তাজুল ইসলাম, ইউসুফ ইসলাম, জিয়াউর রহমান জিয়া, রুহেল খান, জাবেদ মিয়া, শাহ ফারুক, যুবলীগ নেতা সঞ্চিত আচার্য্য, আলমগীর হোসেন, মুহিবুর রহমান সুইট, এমদাদ হোসেন নাঈম, সায়েদ আহমদ, মাহমুদুল করিম মঞ্জু, জাকির হোসেন, রাজু আহমদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের
সংবাদ শিরোনাম ::
এলাকার উন্নয়নের স্বার্থেই নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৪:১৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- ৭০৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ