বিশ্বনাথ প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে নেতৃবৃন্দ প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার জন্য সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশের নেতৃত্বে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সাংস্কৃতিক সম্পাদক শংকর দাশ শংকু, সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি করুণা কান্ত দাশ তালুকদার, দপ্তর সম্পাদক অজয় দেব প্রমুখ।