নিজস্ব প্রতিবেদকঃ গোবিন্দগঞ্জ তকিপুর সাকিনে জনৈক গিয়াস উদ্দিন এর বাড়ীতে এবং আইসক্রিমের গোডাউনে একদল ডাকাত গত ২৪/১০/২০ ইং তারিখ ডাকাতি করার চেষ্টা সহ সমবেত হইলে বাড়ীর মালিক গোবিন্দগঞ্জ পয়েন্টে ডিউটিরত সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল জনাব বিল্লাল হোসেন সাহেব সহ ইন্সপেক্টর অপারেশন মিজানুর রহমান , ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম ,এসআই মুহিন উদ্দিন , এসআই ইয়াছিন মিয়া সহ অফিসার ফোর্স তাৎক্ষণিক অভিযান করিয়া একটি টাটা পিকাপ গাড়ী সহ ডাকাত জুয়েল মিয়া(২৫)কে আটক করেন।উক্ত ডাকাতে স্বীকরোক্তি ও তথ্য মতে তাহার সযোগী ডাকাত ২। সুমন মিয়া , ৩। রাকিব মিয। ৪। ফরহাদ মিয়া, ৫। মাহবুব মিয়াদের গ্রেফতার করিতে সক্ষম হয়। উক্ত ডাকাতদের মধ্যে ডাকাত জুয়েল মিয়া ও সুমন মিয়া গোবিন্দগঞ্জ বাজারে স্বর্নের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে । বিরামহীন অভিযানে ডাকাতদের তথ্য মতে গোবিন্দগঞ্জ বাজারে ডাকাতির ঘটনার জড়িত ডাকাত রইছ আলী (৩৫) সহ হোসাইন আহমদ(১৮) কে গ্রেফতার করেন, গ্রেফতার কৃত ডাকাত হোসাইন আহমদ এর স্বীকারোক্তি ও তথ্য মতে তাহার বসতঘর হইতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ০৪টি রুপার চেইন ও একটি আংটি উদ্ধার করেন।
সংবাদ শিরোনাম ::
ছাতকে ৭ জনের একটি ডাকাত দল গ্রেফতার!
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৩:০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- ৭৮৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ