বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব জবেদুর রহমানের ‘নৌকা প্রতীকের’ সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামে ৩নং ওয়ার্ডবাসীকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচনে নৌকার কান্ডারী আলহাজ্ব জবেদুর রহমান।
সভায় বক্তারা বলেন, নৌকা স্বাধীনতা আর উন্নয়নের প্রতীক, নৌকা বঙ্গবন্ধু আর শেখ হাসিনার প্রতীক। নৌকায় ভোট দিয়ে মানুষ সবসময়ই নিজেদের প্রাপ্য অধিকার পেয়ে আসছেন। দশঘর ইউনিয়নে নৌকার বিজয় মানে আগামী দিনে অনেক উন্নয়ন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।
আবদুস ছোপান মেম্বারের সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি জুমন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মানিক মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি তজম্মুল আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, বাবুল মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, শ্রমিক লীগ নেতা আঙ্গুর মিয়া, যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রেদুয়ানুল করিম মাছুম, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিনুর রহমান, ছাত্রলীগ নেতা নোবেল রায়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোফাসির হোসেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আবদুন নূর, আওয়ামী লীগ নেতা ওয়ারিছ মিয়া, সাধন বাবু, জমসেদ আলী, আবদাল মিয়া, নানু মিয়া, যুবলীগ নেতা সুহেল আহমদ তালুকদার, জয়নাল আবেদীন, তাজুল ইসলাম, ইউসুফ আলী প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।