নিজস্ব প্রতিবেদকঃ ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে গোবিন্দগঞ্জ বাজারে স্বর্নের দোকান ডাকাতি মামলা সহ ১২টি ডাকাতি মামলার আসামী আন্তঃজেলা ডাকাত সর্দার রফু মিয়া(৩২) পিতা- মৃত মাসুক মিয়া ,সাং-লাউতলা ,থানা-জগন্নাথপুর , বর্তমানে- লাউতলা গাংপাড় (নতুন বাড়ী), ছাতক , জেলা- সুনামগঞ্জ কে সুনামগঞ্জ শহর থেকে লুন্ঠিত মোবাইল সহ গ্রেফতার করা হয়েছে।
উক্ত ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট গোলাপগঞ্জ ,বিশ্বনাথ, মৌলভবাজার সহ সুনামগঞ্জ সদর , দক্ষিন সুনামগঞ্জ , জগন্নথপুর এবং ছাতক থানায় মোট ১২ টি ডাকাতি সহ অস্ত্র মামলা রয়েছে।