ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ

জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বিশ্বনাথ থেকে সিংগেরকাছের রাস্তাটি, যেন দেখার কেউ নেই।

আহমদ আলী হিরনঃ  বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন একটি প্রবাসী অধ্যষিত এলাকা ওই এলাকায় রয়েছে একটি স্হানীয় বাজার বাজারটি অতি পুরাতন হওয়ায় অত্র বাজারে এই বৃহত্তর এলাকার জনগোষ্ঠী সেখানেই বেশি যাতায়াত করে, সপ্তাহে ২দিন অত্র বাজারে বাজার বারি হাট বসে এমনিতে ওয়েটার বারে বাজারে প্রচুর লোক সমাগম থাকে অত্র বাজারে সবকিছুই ভাল দামে পাওয়া যায় বলেই মানুষ সেখানে যাতায়াত করে। অথচ বিশ্বনাথ থেকে সিংগেরকাছ বাজারে যাবার মেইন রাস্তাটি একি হওয়াতে এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে অথচ রাস্তা চলাচলের অনুপযোগী হওয়াতে দীর্ঘদিন ধরে অত্র এলাকার মানুষ পাড়ি রাস্তায় চলাচল করে নকিখালী থেকে সোজা চানঁপুর মৌলভীগাওের রাস্তা দিয়ে সিংগেরকাছ যাওয়া আসা করে, অথচ এই রাস্তাটিও মিনি রাস্তাা যদি এভাবে ভারী যানবাহন অত্র রাস্তা দিয়ে হরহামেশা চলাফেরা করে তবে কিছু দিনের ভেতরে এই রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। মেইন রাস্তাটি কাজ যদিও কিছুদিন পুর্বে বৈরাগী বাজার থেকে মেরামত শুরু হয়েছিল আপাতত বন্ধ হয়ে আছে। এ দিকে এই রাস্তাটি নিয়ে মানব বন্ধনের কর্মসুচি করলেও মানব বন্ধন করলে ও তাতে আশানুরূপ ফলাফল আসেনি। হতাশায় ভুগছেন অত্র এলাকার মানুষ, এলাকার মানুষ উন্নয়ন চায়, এলাকার জনগোষ্ঠীর একটাই দাবী যে করেই হোক যেন অত্র রাস্তাটি দ্রুত মেরামত করে সাধারণ মানুষের জনজীবন স্বাভাবিক করে দেয়া হয়। তা না হলে এই রাস্তাটি দিন দিন মরণ ফাঁদে পরিণত হবে।এবং যে কোন ধরনের বড় দুর্ঘটনা গঠতে পারে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত

জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বিশ্বনাথ থেকে সিংগেরকাছের রাস্তাটি, যেন দেখার কেউ নেই।

আপডেট সময় ১২:০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

আহমদ আলী হিরনঃ  বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন একটি প্রবাসী অধ্যষিত এলাকা ওই এলাকায় রয়েছে একটি স্হানীয় বাজার বাজারটি অতি পুরাতন হওয়ায় অত্র বাজারে এই বৃহত্তর এলাকার জনগোষ্ঠী সেখানেই বেশি যাতায়াত করে, সপ্তাহে ২দিন অত্র বাজারে বাজার বারি হাট বসে এমনিতে ওয়েটার বারে বাজারে প্রচুর লোক সমাগম থাকে অত্র বাজারে সবকিছুই ভাল দামে পাওয়া যায় বলেই মানুষ সেখানে যাতায়াত করে। অথচ বিশ্বনাথ থেকে সিংগেরকাছ বাজারে যাবার মেইন রাস্তাটি একি হওয়াতে এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে অথচ রাস্তা চলাচলের অনুপযোগী হওয়াতে দীর্ঘদিন ধরে অত্র এলাকার মানুষ পাড়ি রাস্তায় চলাচল করে নকিখালী থেকে সোজা চানঁপুর মৌলভীগাওের রাস্তা দিয়ে সিংগেরকাছ যাওয়া আসা করে, অথচ এই রাস্তাটিও মিনি রাস্তাা যদি এভাবে ভারী যানবাহন অত্র রাস্তা দিয়ে হরহামেশা চলাফেরা করে তবে কিছু দিনের ভেতরে এই রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। মেইন রাস্তাটি কাজ যদিও কিছুদিন পুর্বে বৈরাগী বাজার থেকে মেরামত শুরু হয়েছিল আপাতত বন্ধ হয়ে আছে। এ দিকে এই রাস্তাটি নিয়ে মানব বন্ধনের কর্মসুচি করলেও মানব বন্ধন করলে ও তাতে আশানুরূপ ফলাফল আসেনি। হতাশায় ভুগছেন অত্র এলাকার মানুষ, এলাকার মানুষ উন্নয়ন চায়, এলাকার জনগোষ্ঠীর একটাই দাবী যে করেই হোক যেন অত্র রাস্তাটি দ্রুত মেরামত করে সাধারণ মানুষের জনজীবন স্বাভাবিক করে দেয়া হয়। তা না হলে এই রাস্তাটি দিন দিন মরণ ফাঁদে পরিণত হবে।এবং যে কোন ধরনের বড় দুর্ঘটনা গঠতে পারে।