টাইম ডেস্কঃ নিউজ ৭১ এর সম্পাদক ও প্রকাশক, যমুনা টেলিভিশনের যুক্তরাজ্য প্রতিনিধি, চ্যানেল এস এর নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি, প্রবাস বাংলা টিভি ইউকের ডাইরেক্টর, ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি এবং ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ইউকের আহবায়ক যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটি এবং সাংবাদিকতা অঙ্গনের প্রিয় মুখ সৈয়দ সাদেক আহমেদ প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্ব পরিবারে। গত ৯ সেপ্টেম্বর থেকে জ্বর ও শরীর ব্যথায় ভুগছিলেন তার পরিপ্রেক্ষিতে শুক্রবার করোনা’র পরীক্ষা করানো হলে তাতে পজিটিভ রিপোর্ট আসে। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই তিনি বিভিন্ন টেলিভিশন সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে জনগনকে এই ভাইরাসের আক্রমণ থেকে কিভাবে নিজেদের এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে থাকবেন তা নিয়ে লাইভ প্রোগ্রাম করে প্রতিনিয়ত আপডেট দিতেন আজ তিনি নিজেই আক্রান্ত। তবে দৃঢ় মনোবল নিয়ে বর্তমানে তিনি স্ব পরিবারে নিজ বাসভবনেই সেল্ফ আইসোলেশনে আছেন। তিনি সবার কাছে তার ও পরিবারের সবার জন্য দোয়া কামনা করেন।