ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ

আজ ড. আব্দুল কুদ্দুসের ১৪তম মৃত্যুবার্ষিকী।

হবিগঞ্জ প্রতিনিধিঃ  আজ ( ১২ সেপ্টেম্বর) বিশ্বখ্যাত গণিতবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক,ড. মোঃ অাব্দুল কুদ্দুসের ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সনের এই দিনে তিনি ইন্তেকাল করেন। ড. অাব্দুল কুদ্দুস ১৯৪৮ সনের ২৫ নভেম্বর হবিগঞ্জ জেলাধীন পৃথিবীর সর্ববৃহৎ গ্রাম প্রথমরেখ মহল্লায় জন্মগ্রহণ করেন। প্রথমরেখ গ্রামের প্রথম নামের সাথে তার জীবনের বিভিন্ন মিল অাছে। যেমন ঃ তিনি ছিলেন মা- বাবার প্রথম পুত্র সন্তান, উপজেলার প্রথম ডক্টরেট ও প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষক, গণিত শাস্ত্রে সিলেট বিভাগের প্রথম ডক্টরেট। তার পিতা মরহুম মোঃ পারু মিয়া ছিলেন গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অাজীবন সেক্রেটারি, জনাব অালী সরকারি কলেজ ও এল. অার সরকারি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, বানিয়াচং সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা। প্রফেসর ড. মোঃ অাব্দুল কুদ্দুস ১৯৬৪ সনে এল. অার সরকারি উচ্চ বিদ্যালয় হতে প্রথম বিভাগে মেট্রিক, ১৯৬৬ সনে এমসি কলেজ হতে অাইএসসি ও ১৯৭০ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে অনার্সসহ এমএসসি পাশ করেন। তার অাগ্রহ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। কিন্তু শিক্ষকতায় যোগদানে বিলম্ব ঘটতে থাকলে তিনি সরকারি চাকরিতে যোগদানের চেষ্টা না করে পিএইচ.ডি গবেষণা শুরু করেন এবং ১৯৮১ সনে প্রফেসর ড. মোঃ রমজান অালী সরদারের তত্ত্বাবধানে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচ.ডি অভিসন্দর্ভের বিষয় ছিল theory of generalised function. এটি বিশুদ্ধ গণিত ( pure mathematics) এর অত্যন্ত কঠিন বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর তিনি পোস্ট ডক্টরাল ডিগ্রিও অর্জন করেন। এছাড়াও ১৯৮২ সনে তিনি নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. অাব্দুস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত এবং ইটালীর ট্রিয়েস্ট্রিতে অবস্থিত international centre for theoretical physics – এ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি অস্ট্রিয়ায়ও উচ্চতর গবেষণা করেন। দীর্ঘ ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিদেশে গণিতে উচ্চ শিক্ষা ও গবেষণার পর ড. অাব্দুল কুদ্দুসের স্বপ্ন পূরণ হয়। তিনি ১৯৮৬ সনের ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করতে সক্ষম হন। ১৯৮৮ সনের ১ অক্টোবর তিনি সহকারী অধ্যাপক, ১৯৯৩ সনের ২১ জুলাই সহযোগী অধ্যাপক এবং ২৭ মার্চ ২০০১ সনে প্রফেসর পদে উন্নীত হন।

ব্যক্তি জীবনে ড. মোঃ অাব্দুল কুদ্দুস ছিলেন অত্যন্ত প্রচারবিমুখ, সৎ, ধার্মিক ও দেশপ্রেমিক শিক্ষাবিদ। তিনি ছিলেন অাপাদমস্তক একজন শিক্ষক। যে কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক দায়িত্ব কখনোই গ্রহণ করেননি।
২০০ ৬ সনের ১২ সেপ্টেম্বর তিনি চাকরিরত থাকাকালীন নিঃসন্তান অবস্থায় অকালে মৃত্যুবরণ করেন।
মহান অাল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। অামীন

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

আজ ড. আব্দুল কুদ্দুসের ১৪তম মৃত্যুবার্ষিকী।

আপডেট সময় ০৩:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

হবিগঞ্জ প্রতিনিধিঃ  আজ ( ১২ সেপ্টেম্বর) বিশ্বখ্যাত গণিতবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক,ড. মোঃ অাব্দুল কুদ্দুসের ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সনের এই দিনে তিনি ইন্তেকাল করেন। ড. অাব্দুল কুদ্দুস ১৯৪৮ সনের ২৫ নভেম্বর হবিগঞ্জ জেলাধীন পৃথিবীর সর্ববৃহৎ গ্রাম প্রথমরেখ মহল্লায় জন্মগ্রহণ করেন। প্রথমরেখ গ্রামের প্রথম নামের সাথে তার জীবনের বিভিন্ন মিল অাছে। যেমন ঃ তিনি ছিলেন মা- বাবার প্রথম পুত্র সন্তান, উপজেলার প্রথম ডক্টরেট ও প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষক, গণিত শাস্ত্রে সিলেট বিভাগের প্রথম ডক্টরেট। তার পিতা মরহুম মোঃ পারু মিয়া ছিলেন গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অাজীবন সেক্রেটারি, জনাব অালী সরকারি কলেজ ও এল. অার সরকারি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, বানিয়াচং সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা। প্রফেসর ড. মোঃ অাব্দুল কুদ্দুস ১৯৬৪ সনে এল. অার সরকারি উচ্চ বিদ্যালয় হতে প্রথম বিভাগে মেট্রিক, ১৯৬৬ সনে এমসি কলেজ হতে অাইএসসি ও ১৯৭০ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে অনার্সসহ এমএসসি পাশ করেন। তার অাগ্রহ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। কিন্তু শিক্ষকতায় যোগদানে বিলম্ব ঘটতে থাকলে তিনি সরকারি চাকরিতে যোগদানের চেষ্টা না করে পিএইচ.ডি গবেষণা শুরু করেন এবং ১৯৮১ সনে প্রফেসর ড. মোঃ রমজান অালী সরদারের তত্ত্বাবধানে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচ.ডি অভিসন্দর্ভের বিষয় ছিল theory of generalised function. এটি বিশুদ্ধ গণিত ( pure mathematics) এর অত্যন্ত কঠিন বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর তিনি পোস্ট ডক্টরাল ডিগ্রিও অর্জন করেন। এছাড়াও ১৯৮২ সনে তিনি নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. অাব্দুস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত এবং ইটালীর ট্রিয়েস্ট্রিতে অবস্থিত international centre for theoretical physics – এ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি অস্ট্রিয়ায়ও উচ্চতর গবেষণা করেন। দীর্ঘ ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিদেশে গণিতে উচ্চ শিক্ষা ও গবেষণার পর ড. অাব্দুল কুদ্দুসের স্বপ্ন পূরণ হয়। তিনি ১৯৮৬ সনের ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করতে সক্ষম হন। ১৯৮৮ সনের ১ অক্টোবর তিনি সহকারী অধ্যাপক, ১৯৯৩ সনের ২১ জুলাই সহযোগী অধ্যাপক এবং ২৭ মার্চ ২০০১ সনে প্রফেসর পদে উন্নীত হন।

ব্যক্তি জীবনে ড. মোঃ অাব্দুল কুদ্দুস ছিলেন অত্যন্ত প্রচারবিমুখ, সৎ, ধার্মিক ও দেশপ্রেমিক শিক্ষাবিদ। তিনি ছিলেন অাপাদমস্তক একজন শিক্ষক। যে কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক দায়িত্ব কখনোই গ্রহণ করেননি।
২০০ ৬ সনের ১২ সেপ্টেম্বর তিনি চাকরিরত থাকাকালীন নিঃসন্তান অবস্থায় অকালে মৃত্যুবরণ করেন।
মহান অাল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। অামীন