নিজস্ব প্রতিবেদকঃ সু্নামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সহযোগিতায় থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে ওই এলাকার শারফিন নগর মাওরাটিলা হাওর হইতে একজন অতি সাধারণ মানুষ সেজে অত্যন্ত দক্ষতার সাথে ছদ্রবেশে আন্তঃজেলা ডাকাত ০৮(আট) বছরের সাজাপ্রাপ্ত আসামী আসিক আলী আসিদ (৩৫)পিতা-মৃত আজমান আলী, সাং-রাজারগাঁও, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে ইং গতকাল সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে সাজা।০৮ বছরের পরোয়ানা ছাডাও ছাতক থানা সহ মৌলভীবাজার কুলাউড়া থানায় একাধিক ডাকাতি ও চুরি মামলা রয়েছে।