হবিগঞ্জ প্রতিনিধিঃ সিলেট বিভাগের প্রবেশপথে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পাজারোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪ নিহত ও আহত ৩জন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক।
জানা যায় সোমবার ৭সেপ্টেম্বর বিকাল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোর জেলার করিমপুর গ্রামের ইউছুপ আলীর ছেলে ও বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল একই উপজেলার আরিফুল ইসলাম, ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০)। অপরজনের পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল আলম জানান লাশের সুরতহাল প্রতিবেদন চলছে এবং নিহতদের উদ্ধার করে মর্গে পেরণ করা হয়েছে।