বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকা গ্রামের কৃতি সন্তান মাসিক মাটিজুরা বার্তা র সম্পাদক ও দৈনিক জনতা ও বিশ্বনাথ বিডি২৪ডটকমের স্টাফ রিপোর্টের সময় নিউজ ইউকে বিডি ডটকমের বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক আহমদ আলী হিরন, দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আকবর আলী রহঃ স্বরণে চতুর্থ এ্যালবাম ইয়ানবীজি দাওগো দেখা, শীঘ্রই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে যাচ্ছে। তানসুরের সুর ও সাধনায় অত্র এ্যালবামে নতুন আংঙ্গিকে থাকছে হিরণের মনোমুগ্ধকর হৃদয়কাড়া ১০টি ইসলামি সংগীত।
উল্লেখ্য আহমদ আলী হিরণ, শুধুই একজন ইসলামী সংগীতে তার প্রতিটা গজলের লিরিকে গেয়েছেন, আল্লাহ এবং রাসুল প্রেমের নিদর্শন, স্বরুপ ,তার কথায় ও সুরের মূর্ছনায় এর আগেই আরও ৩টা এ্যালবাম ইউটিউবে চ্যানেলে প্রকাশিত হয়েছে।
আহমদ আলী হিরন ২০০২সালে দশপাইকা আলিম মাদ্রাসার সাবেক ছাত্র ছিলেন, তার মেধা আর দক্ষতায় ফুটে উঠেছে ইসলামি সংগীত।
তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আহমদ আলী হিরনের ইসলামি সঙ্গীত ইয়া’নবীজি দাওগো দেখা।
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৫:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- ৬৯৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ