ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ

সুনামগঞ্জের ছাতকে আবুল কালাম হত্যা মামলার মূল আসামী সহ দু’জন গ্রেফতার।

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম এর দিক নির্দেশনায় ছাতক সার্কেল এএসপি বিল্লাল হোসেন সহ ছাতক থানার ওসি মোস্তফা কামাল ,ইন্সপেক্টার অপারেশান মিজানুর রহমানের নেতৃত্বে হাবিবুর রহমান, এসআই আব্দুল মান্নান, এসআই শামীম আকন্জি , এসআই জহির মিয়া এএসআই সুমন গোপ সহ ছাতক থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে আবুল কালাম হত্যা মামলার মুল আসামী নুর আলী(২০)পিতা-মৃত জমশেদ আলী সহ তাহার সহযোগী আসামী শাহআলম(২৭)পিতা – মৃত মদরিছ আলী উভয় সাং- পীরপুর থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে গত ২৪/0৮/২০ইং তারিখ দুপুর ০১.৩০ ঘটিকার সময় ছাতক থানধীন পীরপুর সাকিনে ৬ষ্ট শ্রেনীর ছাত্র ফাহিম আহমদ(১১) বাড়ীর ঊঠান দিয়ে বাইসাইকেল চালানোর সময় একই বাড়ী আসামী নুর আলী(২০) পিতা- মৃত জমশেদ আলী সাং পীরপুর বাধা দেয় এবং গালীগালাজ করে।তখন ফাহিম আহমদ এর চাচা ভিকটিম আবুল কালাম প্রতিবাদ করিলে আসামী নুর আলী তাহার হাতে থাকা ষ্টীলৈর পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্য বুকে স্ব জোরে আঘাত করিলে আবুল কালাম মাটিতে লুটিয়ে পড়ে। তখন উক্ত আসামী সহ তাহার সহযোগী আসামীগন ভিকটিম আবুল কালামকে পূনরায় আক্রমন করার চেষ্টা করলে ভিকটিম আবুল কালামকে তাহার আত্বীয় স্বজন ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম আবুল কালামকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় মৃতের আপন বড় ভাই জামাল মিয়া বাদী হয়ে আসামী নুর আলী সহ ০৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করেন।

ট্যাগস

ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত

সুনামগঞ্জের ছাতকে আবুল কালাম হত্যা মামলার মূল আসামী সহ দু’জন গ্রেফতার।

আপডেট সময় ০৪:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম এর দিক নির্দেশনায় ছাতক সার্কেল এএসপি বিল্লাল হোসেন সহ ছাতক থানার ওসি মোস্তফা কামাল ,ইন্সপেক্টার অপারেশান মিজানুর রহমানের নেতৃত্বে হাবিবুর রহমান, এসআই আব্দুল মান্নান, এসআই শামীম আকন্জি , এসআই জহির মিয়া এএসআই সুমন গোপ সহ ছাতক থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে আবুল কালাম হত্যা মামলার মুল আসামী নুর আলী(২০)পিতা-মৃত জমশেদ আলী সহ তাহার সহযোগী আসামী শাহআলম(২৭)পিতা – মৃত মদরিছ আলী উভয় সাং- পীরপুর থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে গত ২৪/0৮/২০ইং তারিখ দুপুর ০১.৩০ ঘটিকার সময় ছাতক থানধীন পীরপুর সাকিনে ৬ষ্ট শ্রেনীর ছাত্র ফাহিম আহমদ(১১) বাড়ীর ঊঠান দিয়ে বাইসাইকেল চালানোর সময় একই বাড়ী আসামী নুর আলী(২০) পিতা- মৃত জমশেদ আলী সাং পীরপুর বাধা দেয় এবং গালীগালাজ করে।তখন ফাহিম আহমদ এর চাচা ভিকটিম আবুল কালাম প্রতিবাদ করিলে আসামী নুর আলী তাহার হাতে থাকা ষ্টীলৈর পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্য বুকে স্ব জোরে আঘাত করিলে আবুল কালাম মাটিতে লুটিয়ে পড়ে। তখন উক্ত আসামী সহ তাহার সহযোগী আসামীগন ভিকটিম আবুল কালামকে পূনরায় আক্রমন করার চেষ্টা করলে ভিকটিম আবুল কালামকে তাহার আত্বীয় স্বজন ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম আবুল কালামকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় মৃতের আপন বড় ভাই জামাল মিয়া বাদী হয়ে আসামী নুর আলী সহ ০৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করেন।