“দ্বীনদার মা তৈরির কারখানা” জামেয়া হাজী আঃ সাত্তার মহিলা মাদ্রাসা শিমুলতলা বিশ্বনাথের স্পনসর, আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাষ্ট ইউকের শুভানুধ্যায়ী ও দাতা, ওয়ান পাউন্ড হসপিটাল বিশ্বনাথের সেক্রেটারি জেনারেল এন্ড ডাইরেক্টর ওফ ফাইনেন্স এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার একাউন্টেনট জনাব আয়াছ মিয়ার প্রীয় “মা” বার্ধক্যজনিত কারণে গত কাল ২০ আগষ্ট ২০২০ বিকাল ৫:৩০মিনিটের সময় লন্ডনের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আননিয়ামাহ পরিবার।
এক শোক বার্তায় আন’নিয়ামাহ পরিবারের পক্ষ থেকে আন’নিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ও হাজী আঃ সাত্তার মহিলা মাদ্রাসা শিমুলতলার ফাউন্ডার ও প্রধান খাদিম, রাম সুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় বিশ্বনাথের সাবেক সিনিয়র শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, ওয়ান পাউন্ড হসপিটাল বিশ্বনাথের ডাইরেক্টর ওফ পলিসি কাউন্সিল এম আবুল হাশেম বিএসসি মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমাকে জান্নাতের উঁচু মাকামদানের জন্য মহান আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা’র দরবারে বিশেষভাবে আকুতি জানিয়েছেন।