নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ফুলপুরে আজ একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে শিশুসহ ৮ জন নিহত হয়েছে। দূর্ঘটনাস্থল থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ফুলপুর-শেরপুর সড়কের বাশাটিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়
পুলিশ জানায় ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করেন।
হতাহতরা সবাই একই পরিবারের বলে জানাগেছে। নিহতদের মধ্যে- পাঁচ নারী, দুই পুরুষ ও এক শিশু রয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান তাদের এক আত্মীয়ের মৃত্যুর সংবাদে গফরগাঁও থেকে শেরপুরের নালিতাবাড়ীতে যাওয়ার পথে এই দুর্ঘটনা টি ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়।
তবে আশংকাজনক অবস্থায় এক শিশুসহ চার জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। স্থানীয় ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল গিয়ে সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৮জন নিহত।
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৭:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- ৭০৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ