খোর্শেদ আলম হবিগঞ্জ থেকে। হবিগঞ্জের বানিয়াচংয়ে নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়েছে।
বানিয়াচং উপজেলার দূর্গম হাওরখ্যাত ১৪নম্বর মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর হইতে মাটিকাটা গ্রাম সহ মোট ১০টি গ্রামে বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছে।
দুর্গম হাওরের ভিতরে ১০টি গ্রামকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ফলে মোট ৯৫৩টি পরিবার আবাসিক বিদ্যুৎ সুবিধা ভোগ করবেন।
এছাড়া বানিজ্যিকভাবে ২৫টি ও দাতব্য ৫টি এবং শিল্প লাইনে ১টি মিটার ব্যবহৃত হবে।
গতকাল সোমবার বিকাল ৫টায় হোসেনপুর গ্রামে এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্টান করা হয়েছে। সে অনুষ্টানে একই সাথে ১৫আগস্টের শোকসভাও অনুষ্টিত হয়েছে।
নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও (বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত) সংসদীয় স্’ায়ী কমিঠির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
গ্রামের মুরুব্বী মোঃ আব্দুর রউফ‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন পল্লীবিদ্যুৎয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌঃ ইসমত কামাল,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান প্রমূখ।