ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

বানিয়াচং হাওর অঞ্চলে নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধনে এমপি এডঃ আঃ মজিদ খান।

খোর্শেদ আলম হবিগঞ্জ থেকে। হবিগঞ্জের বানিয়াচংয়ে নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়েছে।

বানিয়াচং উপজেলার দূর্গম হাওরখ্যাত ১৪নম্বর মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর হইতে মাটিকাটা গ্রাম সহ মোট ১০টি গ্রামে বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছে।
দুর্গম হাওরের ভিতরে ১০টি গ্রামকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ফলে মোট ৯৫৩টি পরিবার আবাসিক বিদ্যুৎ সুবিধা ভোগ করবেন।
এছাড়া বানিজ্যিকভাবে ২৫টি ও দাতব্য ৫টি এবং শিল্প লাইনে ১টি মিটার ব্যবহৃত হবে।

গতকাল সোমবার বিকাল ৫টায় হোসেনপুর গ্রামে এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্টান করা হয়েছে। সে অনুষ্টানে একই সাথে ১৫আগস্টের শোকসভাও অনুষ্টিত হয়েছে।
নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও (বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত) সংসদীয় স্’ায়ী কমিঠির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

গ্রামের মুরুব্বী মোঃ আব্দুর রউফ‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন পল্লীবিদ্যুৎয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌঃ ইসমত কামাল,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান প্রমূখ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

বানিয়াচং হাওর অঞ্চলে নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধনে এমপি এডঃ আঃ মজিদ খান।

আপডেট সময় ০৪:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০

খোর্শেদ আলম হবিগঞ্জ থেকে। হবিগঞ্জের বানিয়াচংয়ে নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়েছে।

বানিয়াচং উপজেলার দূর্গম হাওরখ্যাত ১৪নম্বর মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর হইতে মাটিকাটা গ্রাম সহ মোট ১০টি গ্রামে বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছে।
দুর্গম হাওরের ভিতরে ১০টি গ্রামকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ফলে মোট ৯৫৩টি পরিবার আবাসিক বিদ্যুৎ সুবিধা ভোগ করবেন।
এছাড়া বানিজ্যিকভাবে ২৫টি ও দাতব্য ৫টি এবং শিল্প লাইনে ১টি মিটার ব্যবহৃত হবে।

গতকাল সোমবার বিকাল ৫টায় হোসেনপুর গ্রামে এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্টান করা হয়েছে। সে অনুষ্টানে একই সাথে ১৫আগস্টের শোকসভাও অনুষ্টিত হয়েছে।
নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও (বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত) সংসদীয় স্’ায়ী কমিঠির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

গ্রামের মুরুব্বী মোঃ আব্দুর রউফ‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন পল্লীবিদ্যুৎয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌঃ ইসমত কামাল,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান প্রমূখ।