নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সংসদীয় আসন সিলেট দুই বিশ্বনাথ উসমানী নগর আসনের নির্বাচিত এমপি গণফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোকাব্বির খানের উপর পুলিশের সামনেই হামলার ঘটনা ঘটেছে আজ সোমবার।
মোকাব্বির খাঁন বিশ্বনাথে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান এমপি মোকাব্বির খাঁন ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এস এম নুনু মিয়ার মধ্যে বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে।
তবে এ ব্যাপারে নুনু মিয়া বলেন এমপি মোকাব্বির খাঁনের সাথে তার কোনো বিরোধ নেই তিনি এই হামলার সুষ্ঠু বিচার দাবী করেন।
মোকাব্বির খাঁন এমপি হামলার পর সভাস্থলে পৌঁছে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য বলেন সংসদ নির্বাচনের পর সংসদে যোগদান না করার জন্য আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়া হয়েছে আমি সেই হুমকি ধমকি উপেক্ষা করে জনগনের আস্থা আর বিশ্বাস নিয়েই সাংসদে গিয়েছি এখনো কোনো হুমকি ধমকি কে ভয় পাই না।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব পংকি খান বলেন পুলিশের উপস্থিতিতে এই হামলা প্রমান করে বিশ্বনাথে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে আমাদের আওয়ামীলীগের সাথে মোকাব্বির খাঁনের কোনো বিরোধ নেই তাই আমরা এই হামলার বিচার চাই।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: কামরুজ্জামান, টিএইচও আব্দুর রহমান মূসা, আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, আমির আলী, আলমগীর হোসেন, শিক্ষিকা নেহারুন নেছা, দেওকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খয়রুল আমিন আজাদ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, প্রনঞ্জয় বৈদ্য অপু ও আশিক আলী।
সংবাদ শিরোনাম ::
বিশ্বনাথে গণফোরামের এমপি মোকাব্বির খাঁনের গাড়িতে হামলা।
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ১১:১১:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- ৬৮৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ