ডেস্ক রিপোর্টঃ “হেঁচকি” এটিকে একটি স্বাভাবিক বিষয় বলে মনে করা হয় এটি একজন সুস্থ সবল মানুষের যেকোনো সময় হতে পারে। কিন্তু মহামারী
কভিড নাইনটিনের বিভিন্ন উপসর্গের মধ্যে এবার নতুন উপসর্গ মনে করা হচ্ছে এই হেঁচকি!
আমেরিকার একদল গবেষক জানিয়েছে শুধুমাত্র হেঁচকিই হতে পারে করোনা ভাইরাসের একমাত্র উপসর্গ! তাই আর নয় অবহেলা। অবশ্য সাইনটিস্টরা কোভিড নাইন্টিন এর আরো বেশকিছু উপসর্গের কথা ইতিপূর্বে জানিয়েছেন। আমেরিকান জার্নি অফ ইমারজেন্সি মেডিসিন নামে একটি সংস্থা জানিয়েছে সেখানে ৬২ বছরের একজন বৃদ্ধ একনাগারে চারদিন যাবৎ শুধুমাত্র হেঁচকি নিয়েই করোনা পরীক্ষা করানোর পর তার শরীরে কভিড পজিটিভ ধরা পড়ছে তারচেয়ে আতংকের বিষয় হচ্ছে সেই ব্যক্তির আরো বিভিন্ন পরীক্ষা করানোর পর তারা দেখতে পান যে করোনা সংক্রমণের কারনে তার ফুসফুস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তিনি তা বুজতেই পারেননি।
উল্লেখ্য কভিড নাইনটিনের অন্যতম সাধারন উপসর্গ হচ্ছে অনবরত কাশি, গন্ধহীনতা, মুখের স্বাদে পরিবর্তন আসা ইত্যাদি।
সংবাদ শিরোনাম ::
করোনা ভাইরাসের নতুন উপসর্গ “হেঁচকি”!
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৪:৩৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- ৭১২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ